• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অর্ধেক ভরা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার এই ম্যাচে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল বোর্ড।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ভারত-ইংল্যান্ড টেস্ট ঘিরে উত্তেজনার পারদ চরমে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। তাই হাতে সময় খুবই কম বিসিসিআই এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ)। ফলে প্রথম টেস্ট আয়োজিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। একই মাঠে খেলা হবে দ্বিতীয় টেস্টও। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার এই ম্যাচে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল বোর্ড। সোমবার এমনটাই জানালেন টিএনসিএ-র এক আধিকারিক।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই কর্তা বলেন, ‍‘দর্শক প্রবেশ নিয়ে কোভিড বিধি সংক্রান্ত যে নিয়মকানুন জারি করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। বিসিসিআইয়ের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে মাঠে ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে।’

চিদম্বরম স্টেডিয়ামের দর্শকাসন ৫০ হাজার। প্রথম টেস্টের আগে মাত্র চারদিন সময় রয়েছে হাতে। তাই এত দ্রুত কোভিড নিয়ে জারি করা সমস্ত রকম নিয়ম পালন করা সম্ভব নয় সে রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে। দ্বিতীয় টেস্টের আগেও অবশ্য মাত্র তিনদিন সময় পাচ্ছে তারা। তবে সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার আউটডোর গেমে ১০০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। যদিও কোভিডের নিয়মগুলি যথাযথভাবে পালন করতে হবে কর্তৃপক্ষকে। সেই অনুযায়ী, শেষ দুই টেস্ট হবে ভরা গ্যালারিতে।

টিএনসিএ-র ওই আধিকারিক বলেন, ‍‘প্রথম টেস্টের আগে হাতে একেবারেই সময় নেই। তাই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হল না আমাদের পক্ষে। এমনকি, দ্বিতীয় টেস্টের আগেও বিশেষ সময় পাওয়া যাবে না। কিন্তু সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে আমরা আত্মবিশ্বাসী, সমস্ত রকম নিয়ম মেনে আমরা দ্বিতীয় টেস্টে ৫০ শতাংশ দর্শককে ম্যাচ দেখার সুযোগ করে দিতে পারব।’

সেইসঙ্গে প্রবেশাধিকার মিলল মিডিয়ারও। দীর্ঘদিন পর প্রেস বক্সে বসে ম্যাচের খুঁটিনাটি তথ্য সংগ্রহ করার কাজ সারতে পারবেন সাংবাদিকরা। তবে সাংবাদিক সম্মেলন হবে ভার্চুয়ালই। প্রসঙ্গত, কেন্দ্রের অনুমতি সত্ত্বেও তামিলনাড়ু সরকার জানিয়েছে, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলোর ক্ষেত্রে তারা এই মুহূর্তে তারা ৫০ শতাংশ দর্শক যাতে প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থা করতে পারবে। অন্যদিকে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তরফে অনুরোধ জানানো হয়েছে, সব ম্যাচ যেন রুদ্ধদ্বারে অর্থাৎ ফাঁকা গ্যালারিতে হয়।

     

বিজ্ঞাপন

Goto Top