• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রকাশ্যে বিরুষ্কাকন্যার নাম ও ছবি

খুশি বিরাট ভক্তরা। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

 দিন কয়েক আগেই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই তাঁদের বেড়েছে দায়িত্ব। এখন পর্যন্ত যুগল তাঁদের মেয়ের কোনও ছবি প্রকাশ্যে আনেননি। অনুরাগীরা উৎসুক ছিলেন নতুন সদস্যের নাম কী রাখতে চলেছেন সদ্য হওয়া বাবা-মা। অবশেষে মেয়ের নাম প্রকাশ্যে আনলেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় জানালেন সেই নাম। সঙ্গে শেয়ার করছেন মেয়ে নিয়ে গর্বিত এক বাবা-মায়ের ছবি।

২০২০’র আগস্টে অনুষ্কা শর্মার সন্তান সম্ভাবনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই মুখিয়ে ছিলেন ভক্তরা। বিরাট কোহলি জানিয়েছিলেন দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। চলতি বছর ১ ফেব্রুয়ারি অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন মেয়ের নাম। জানালেন নবজাতকের নাম তাঁরা রেখেছেন ভামিকা। বিরাটের ‘ভি’ আর অনুষ্কার ‘কা’-এর সঙ্গে মিলিয়েই যে এমন নামকরণ তা বলার অপেক্ষা রাখে না। অনুষ্কা জানালেন একরত্তি মেয়ে তাঁদের জীবনে বয়ে নিয়ে এসেছে অফুরান আনন্দ। পাশাপাশি, এতদিন ধরে অনুরাগীরা যেভাবে তাঁদের পরিবারের পাশে থেকেছেন তার জন্য ধন্যবাদও জানান ভামিকার গর্বিতা মা। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি অনুষ্কা শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে হাসিমুখে তার দিকে দেখছে বিরুষ্কা।   

গত ১১ জানুয়ারির মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম নেয় ছোট্ট ভামিকা। হাসপাতালে থাকাকালীন কোহলি-শর্মা পরিবারের ঘনিষ্ঠরা একরত্তির জন্য নানা উপহার নিয়ে যান। এদিকে আন্তর্জাতিক ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মেয়ের জন্মের পরই অনেকে বলতে থাকেন পরবর্তী আন্তর্জাতিক মহিলা ক্রিকেট টিমের আরও এক সদস্য এসে গিয়েছে। এই নিয়ে ছেলেমানুষি করে টুইট করতে দেখা গিয়েছিল খোদ বিগ বি’কেও।

     

বিজ্ঞাপন

Goto Top