রঞ্জি চ্যাম্পিয়ন করতে না পারার আক্ষেপ।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলার ফাস্ট বোলার অশোক দিন্দা। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে ১০০ টির বেশি ম্যাচ খেলেছেন এই বঙ্গ পেশার। শুধু বাংলার হয়ে নয়, ভারতীয় দলের জার্সি গায়ে ১৩ টি একদিনের ম্যাচ এবং ৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২০০৫-০৬ মরশুমে বাংলার জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলা খেলেছিলেন এই বঙ্গসন্তান। বাংলার হয়ে ১১৫ টি ম্যাচ খেলার পাশাপাশি ৪১৭ টি উইকেট রয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, পুনে ওয়ারিয়রস ইন্ডিয়া, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাইসিং ফোনে সুপার জাইন্ট খেলেছিলেন।বঙ্গ বোলিং লাইনআপের বটবৃক্ষের মতো দায়িত্ব পালন করার পাশাপাশি দলকে একাধিক ম্যাচ জিতিয়েছেন তিনি। সেই সঙ্গে একাধিকবার দল বিরোধী মন্তব্যের জন্য বিতর্কে জড়ান এই পেসার। ২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফির শুরুতে দল বিরোধী মন্তব্যের জেরে দল থেকে বহিস্কৃত করা হয়। এই ঘটনার পরেই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন দিন্দা। গতবছর বাংলা দল থেকে সরে গিয়ে গোয়ার দলের সঙ্গে যোগ দিলেও সেই ভাবে পারফরম্যান্স করতে পারেননি। ঠিক এক বছরের মাথায় এদিন মঙ্গলবার ২২ গজকে আলবিদা জানালেন দাপুটে এই পেসার।
মঙ্গলবার সিএবি তে সাংবাদিক সম্মেলন করে নিজের অবসরের ঘোষণা করেন দিন্দা। সঙ্গে ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সিএবি তরফ থেকে পুষ্পস্তবক এবং রুপোর স্মারক দেওয়া হয়।
প্রাক্তন এই বঙ্গ পেসার জানিয়েছেন, 'প্রায় ১৫ বছর ধরে এই বাংলা দলের সঙ্গে আমি যুক্ত ছিলাম। বাংলার হয়ে বহু ম্যাচ আমি খেলেছি। দলকে নিজের সেরাটা দিয়েছি। এই মুহূর্তে নিজের শরীর আর সায় দিচ্ছে না। তাই ক্রিকেটকে বিদায় জানালাম। তবে ক্রিকেটের সঙ্গেই থাকব। বাংলা দলের যে কোন প্রয়োজনে আমি পাশে আছি।'
বাংলা দলের হয়ে ১৫ বছর খেললেও রঞ্জি না যে তার আক্ষেপ দিন্দার গলায়। তিনি জানিয়েছেন, 'গত ১৫ বছরে বাংলা কে অনেক ম্যাচ জিতেছি। অনেক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও করেছি। কবে বাংলাকে রঞ্জি চাম্পিয়ন করতে পারিনি এটাই আক্ষেপ আমার কাছে। যদি রঞ্জি চ্যাম্পিয়ন করতে পারতাম তাহলে এই আক্ষেপটা আর থাকতো না।'
বাংলার হয়ে শেষ মরশুমে খেলা চলাকালীন দলের বোলিং কোচ রণদেব বোসের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপরই গত মরশুম ক্রিকেট থেকে বাইরে ছিলেন অশোক দিন্দা। তবে সেরা বোলিং পার্টনার হিসাবে রণদেব কেই বেছে নিলেন অশোক দিন্দা। অবসর ঘোষণার পর তিনি বলেন, 'প্রায় নয় বছর একই দলে খেলেছি। অনেক ম্যাচে আমাদের বলি নেই বাংলা জয় পেয়েছে। তাই অস্বীকার করার জায়গা নেই। ওই সেরা বোলিং পার্টনার।'