চিন্তা বাড়াচ্ছে নতুন এসজি বল এবং চিপকের ২২ গজ
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসেরা দল নাকি উইনিং কম্বিনেশন? ইংল্যান্ড সিরিজ শুরুর ১২ ঘণ্টা আগেও টিম ইন্ডিয়ার অন্দরমহলে মূল চিন্তা এটাই। দেখে বোঝার উপায় নেই, এই দলই মাত্র কয়েকদিন আগে স্যার ডনের দেশ থেকে উপর্যুপরি দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিতে এসেছে। কারণ, ‘মিশন ইংল্যান্ড’-এর আগে প্রথম একাদশ বাছাই করা নিয়ে মাথাব্যথা। ওপেনিং-এ রোহিত শর্মা এবং শুভমান গিলই থাকছেন। তিন থেকে পাঁচে চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে। এই পর্যন্ত নিশ্চিত। গণ্ডগোল শুরু তার পরের অংশ থেকে। ছ’নম্বরের মতো মহা গুরুত্বপূর্ণ জায়গায় মায়াঙ্ক আগরওয়াল খেলবেন নাকি ঋষভ পন্থ? এখনও নিশ্চিত নয়। ঋষভ ছ’য়ে নামলে সাত নম্বরে খেলবেন রবিচন্দ্রন অশ্বিন। ধোঁয়াশা রয়েছে অশ্বিনের স্পিনিং পার্টনার নিয়েও। পাল্লা সামান্য হলেও ঝুঁকে অক্ষর পটেলের দিকে। কারণ, লোয়ার অর্ডারে কার্যকরী রান করে দিতে পারেন গুজরাতি স্পিনার। কিন্তু বৈচিত্র্যের দিক থেকে ভোট যাচ্ছে কুলদীপ যাদবের রিস্টস্পিনের দিকে।
সমস্যা এখানেই শেষ নয়। দুই পেসারের সঙ্গে তিন স্পিনার? নাকি তিন পেসারের সঙ্গে দুই স্পিনার? প্রথম কম্বিনেশন বজায় রাখলে অশ্বিনের পাশাপাশি অক্ষর এবং কুলদীপ দু’জনেই খেলবেন। টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় কম্বিনেশন খেলনোর সিদ্ধান্ত নিলে দলে ঢুকে পড়বেন মহম্মদ সিরাজ। পেস আক্রমণ নিয়েও দোটানা রয়েছে। কারণ, অস্ট্রেলিয়া সফরে সীমিত সুযোগে রীতিমতো নজর কেড়েছেন সিরাজ। কিন্তু স্রেফ অভিজ্ঞতার জেরে হায়দরাবাদী সিমারকে সরিয়ে দলে ঢুকে পড়তে পারেন ইশান্ত শর্মা। আইপিএলে পাওয়া চোটের জেরে যিনি অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়েছিলেন। তবে পেস বিভাগ সামলানোর মূল দায়িত্ব থাকছে জসপ্রীত বুমরার উপর।
গোদের উপর বিষফোঁড়ার মতো যোগ হয়েছে চিপকের বাইশ গজ। ঐতিহাসিকভাবে চেন্নাইয়ের পিচ স্পিনারদের সহায়ক। কিন্তু করোনা অতিমারীর জেরে এবার পিচ একেবারে আনকোরা। পিচ কীরকম আচরণ করবে তা বলতে পারছেন না খোদ প্রস্তুতকারকও। তার জেরেই টসের আগে পর্যন্ত প্রথম একাদশ ঘোষণা করছে না টিম ইন্ডিয়া।
চিন্তায় ইংল্যান্ডও। নিজের শততম টেস্টে নামার আগে যথেষ্ট টেনশনে ব্রিটিশ অধিনায়ক জো রুট। ইসিবি-র অলিখিত নির্দেশ, একইসঙ্গে জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে খেলানো যাবে না। যাতে তাঁদের টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত করা যায়। কিন্তু দলের স্পিন বিভাগ একেবারেই অনভিজ্ঞ। তাই একমাত্র বিশেষজ্ঞ স্পিনার জ্যাক লিচের সঙ্গে থাকছেন স্পিনিং অলরাউন্ডার মইন আলি। নতুন বল হাতে ব্রডের সঙ্গী হবেন জোফ্রা আর্চার। এছাড়াও, পেস আক্রমণে থাকছেন বেন স্টোকস এবং ক্রিস ওকসের মতো অলরাউন্ডাররা।
আসন্ন সিরিজে লাল বলের ম্যাচগুলি খেলা হবে নতুন ধরনের এসজি বলে। যার সিম আগের থেকে অনেক বেশি টেকসই। ভিতরের কর্কও আগের বলগুলির থেকে অনেক বেশি শক্ত। ফলে বল পুরোনো হয়ে স্পিনারদের উপযোগী হতে অনেক বেশি সময় লাগবে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি খেলতে পারবে টিম ইন্ডিয়া? সেই জায়গা নিশ্চিত করার কাজ শুরু শুক্রবার থেকেই।