• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

থুতু ব্যবহারের নিষেধাজ্ঞার জন্যই সমস্যা, স্বীকার করলেন বুমরা

তবে কোভিড নিয়মের উর্ধ্বে উঠতে চান না এই ভারতীয় পেসার। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা। তাতেই  পেস বোলাররা সমস্যায় পড়ে গিয়েছে। প্রথম দিন ম্যাচের পরে এমনই বক্তব্য ভারতীয় পেস বোলার জশপ্রীত বুমরার চিপক টেস্টের প্রথম দিন তিনটে সেশন মিলিয়ে মাত্র ৩টে উইকেট ফেলতে পেরেছে ভারত বুমরারা থুতু ব্যবহার করতে পারছেন না বলেই পুরোনো বল কার্যকরীতা হারাচ্ছে

দিনের শেষ বলে ডম সিবলির উইকেট নেওয়া বুমরার স্পষ্ট কথা, ‘কিছুক্ষণ পরেই বল নরম হয়ে যাচ্ছে। যে কারণে বাউন্সের সংখ্যা কমছে। বল পালিশ করার বিকল্পগুলোও আর হাতে নেই।ক্রিকেটে এখন বল পালিশ করতে গেলে পেস বোলাররা শুধু ঘাম ব্যবহার করতে পারেন যা পালিশ ধরে রাখার জন্য যথেষ্ট নয় নিয়ে সারা বিশ্ব জুড়েই জোরে বোলাররা নানা মন্তব্য করছেন কিন্তু করোনার জন্য থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা এখনও তোলেনি আইসিসি

বুমরার কথায়, ‘কোভিড আইনের ফলে আমরা থুতু ব্যবহার করতে পারছি না। যে কারণে বল নরম হয়ে গেলে ঠিকঠাক পালিশ ধরে রাখা যাচ্ছে না। ওই সময় কিন্তু বলের পরিচর্যা চালিয়ে যাওয়া খুব কঠিন একটা কাজ হয়ে যাচ্ছে।

 

     

বিজ্ঞাপন

Goto Top