• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ইশান্তকে নিয়ে খুশি নন গম্ভীর

প্রাক্তন ওপেনারের আস্থা ছিল সিরাজেই

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে পেসার মহম্মদ সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেখতে না পেয়ে অবাক প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তাঁর মতে, ইশান্ত শর্মার বদলে সিরাজকে দলে রাখা উচিৎ ছিল। অস্ট্রেলিয়ায় চোট থাকায় খেলতে পারেননি ইশান্ত। সেখানে সিরাজ দুরন্ত পারফরম্যান্স করে দেশে ফিরেছিলেন। তবে সিরাজ এ পর্যন্ত খেলেছেন তিনটি টেস্টে। সেখানে ইশান্তের অভিজ্ঞতা ৯৭ টেস্টের। বিশেষজ্ঞদের মতে, এই অভিজ্ঞতার জন্যই ইশান্ত দলে ঢুকতে পেরেছেন। 

ইশান্ত প্রসঙ্গে গম্ভীর বলেছেন, ‍‘‍‘ইশান্তের জায়গায় সিরাজকে খেলানো উচিৎ ছিল।কারণ দীর্ঘ দিন লাল হলে ও কোনও ক্রিকেট ম্যাচ খেলেনি। আইপিএলের পরে চোট পেয়েছিল। তার পরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে।’’ যোগ করেন, ‍‘‍‘এই টেস্ট খেলা হচ্ছে চেন্নাইয়ে। পরিবেশ সেখানে কঠিন। যা ইশান্তের পক্ষে যাবে না। রোজ ১৬-১৭ ওভার বল করতে হবে। তৃতীয় সিমার না থাকায় কম ওভার বল করে বিশ্রাম নেওয়া যাবে না।’’ গম্ভীর আরও বলেন, ‍‘‍‘টি-টোয়েন্টির চেয়েও লাল বলে খেলা কঠিন। সে কারণেই ইশান্তকে নেটে দীর্ঘক্ষণ বল করিয়ে ফিটনেস ফিরিয়ে আনার সুযোগ দেওয়ার ছিল। সে ক্ষেত্রে সিরাজকেই খেলাতে হত প্রথম টেস্টে।’’ কারণ ব্যাখ্যা করে গম্ভীর বলেন, ‍‘‍‘মোতেরায় গোলাপি বলে দিনরাতের টেস্টে তিন সিমার নিয়েই হয়ত খেলবে ভারত। তার জন্যই ইশান্তকে তৈরি করা দরকার ছিল। প্রথম টেস্টে খেলতে পারত সিরাজ। অস্ট্রেলিয়ায় খেলে আসার পরে এই ধকলটা নেওয়া জন্য তৈরি ছিল ও।’’

     

বিজ্ঞাপন

Goto Top