• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শততম টেস্টে দ্বিশতরান রুটের, রানের পাহাড়ে ইংল্যান্ড

ইনজামাম-উল-হকের রেকর্ড ভাঙলেন ইংল্যান্ড অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শততম টেস্টে দুর্দান্ত দ্বিশতরান ইংল্যান্ড অধিনায়ক জো রুটের। প্রথম দিনেই শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় দিনে ডবল সেঞ্চুরি করতে ভুললেন না রুট। তাঁর ব্যাটে ভর করেই প্রথম দিন থেকে ভারতকে চাপে ফেলেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দিনেও তা ব্যতিক্রম হল না।

 

দ্বিতীয় দিনের শুরু থেকে রুট এবং বেন স্টোকস বড় রানের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এদিনও ভারতীয় বোলারদের করুণ অবস্থা সবার সামনে ধরা পড়ে। চিপকে কোনও ভারতীয় বোলারই ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে পারলেন না। এই টেস্টে নজর ছিল ইশান্ত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনের উপর। এই দুই বোলারই পুরোপুরি ভাবে ফ্লপ প্রথম ইনিংসে। যখন এই দুই বোলার উইকেট পেলেন তখন ম্যাচের রাশ ইংরেজদের কাছে। এক কথায় বলতে গেলে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করল এই দুই ইংরেজ ক্রিকেটার।

 

রুট এবং স্টোকস চিপকের মাটিতে ভারতীয় বোলারদের কোনও রকম সুযোগই দেয়নি। সেই মুহূর্তে বিরাটদের দেখে অজি সফরের প্রথম টেসেটর কথা মনে পড়ে গিয়েছিল। কারণ অজি সফরের প্রথম টেস্টে ভারতের পরিস্থিতি অনেকটা এই রকম হয়েছিল। কিন্তু দ্বিতীয ম্যাচে ঘুরে দাঁড়িযে সেই সিরিজ পকেটে পুরে নিয়েছিল রাহানেরা। এই সিরিজও কি সেই পথেই যাচ্ছে, সেটা সময়ই বলবে। তবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড যে রানের পাহাড় সৃষ্টি করেছে তাতে বিরাটদের চোখ কপালে উঠেছে সেটা বলার অপেক্ষা রাখে না।

 

শততম টেস্টে দ্বিশতরান করে প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হকের রেকর্ড ভেঙে দিলেন রুট। ২০০৫ সালে ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে নিজের শততম টেসট খেলতে নেমে ১৮৪ রান করেছিলেন ইনজামাম। সেই রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ড অধিনায়ক। শুধু রুট নন, এই ম্যাচে বড় রানের দিকে এগিয়ে যান বেন স্টোকসও। শতরান করতে না পারলেও গুরুত্বপূর্ণ ১১৮ বলে ৮২ রান করেন তিনি। স্টোকসের উইকেট পতনের পরেই রানের গতি কমতে শুরু করে। কিন্তু ওলি পপ ৮৯ বলে ৩৪ রানর এবং জস বাটলার ৫১ বলে ৩০ রানের বড় রান না করলেও দলকে ভরসা দিয়ে যান। এর মধ্যেই ইংল্যান্ড দলের ˆট্রাম্পকার্ড অধিনায়ক রুটকে তুলে নেন শাহবাজ নাদিম। ৩৭৭ বলে ২১৮ রানের ইনিংস খেলেন রুট। অধিনায়ক ফিরে যেতেই ক্রমশ ধুঁকতে থাকে ইংল্যান্ড দল। সেই মুহূর্তে ভারতীয় বোলাররা শেষ বেলায় ইংল্যান্ড ক্রিকেটারদের চাপে ফেলে দেয়। শেষ বেলার পরপর উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। তবে যা রান তাতে টিম ইন্ডিযার ঘুম যে চলে গিয়েছে তা এক প্রকার স্পষ্ট। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ৫৫৫-৮। ক্রিজে অপরাজিত আছেন জোফ্রা আর্চার ৮৪ বলে ২৮ রানের এবং জ্যাক লিচ ২৮ বলে ৬ রানের। ভারতের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এবং শাহবাজ নাদিম। সেই দন্দ্বে এদিন ২ ওভার বল করেছেন রোহিত শর্মা, দিয়েছেন ৭ রান।

     

বিজ্ঞাপন

Goto Top