• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চিপক টেস্ট জয়ের জন্য ভারতের দরকার ৩৮১

ইংল্যান্ডের লক্ষ্য ৯ উইকেট।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চেন্নাই টেস্টে ভারত’কে লড়াই রাখলেন রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ দিনের শুরুতেই পর পর চার উইকেট তুলে নিয়ে ভারত’কে ৩৩৭ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ড। ২৪১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে সুবিধাজনক পরিস্থিতিতে ইংল্যান্ড মাঠে নামলেও রবিচন্দ্রন অশ্বিনের পাতা স্পিনের ফাঁদে বিশেষ সুবিধা করতে পারলেন না ইংলিশ ব্যাটসম্যানরা। জোরুট অ্যান্ড কোম্পানির ইনিংস শেষ হয়ে যায় ১৭৮ রানে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক রুট। তরুণ অধিনায়ক ছাড়া আরও কোনও ব্রিটিশ ব্যাটসম্যান-ই এ দিন বড় রান পাননি। রুট ছাড়া ওলি পোপ (২৮), জস বাটলার (২৪) এবং ডম বেস (২৫)ইংল্যান্ডের ইনিংস’কে ১৫০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন। বলা ভাল, অশ্বিনের স্পিনের কোনও জবাব তৈরি না থাকার কারণেই এ দিন মুখ থুবড়ে পড়তে হল ইংল্যান্ড’কে।

১৭.৩ ওভার হাত ঘুরিয়ে ৬১ রান খরচ করে ছ’টি উইকেট পান অশ্বিন। তাঁর শিকারের তালিকায় রয়েছেন দুই ওপেনার ররি বার্নস, ডমিনিক সিবলি, বেন স্টোকস, ডম বেস, জোফ্রা আর্চার এবং জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই বার্নস’কে প্যাভিলিয়নের রাস্তা দেখান অশ্বিন। ইংল্যান্ডের ড্রেসিংরুমে দ্বিতীয় আঘাতটিও আনেন তিনি। প্রথম ইনিংসে ভয়ঙ্কর হয়ে ওঠা বেন স্টোকস’কে এই ইনিংসে ১০ রানের গণ্ডিও টপকাতে দেননি এই অভিজ্ঞ স্পিনার। ইংল্যান্ডের লোয়ার মিডল অর্ডারে জেকে বসা বেস’কে প্যাভিলিয়নে পাঠানোর ক্ষেত্রেও ট্রাম্প কার্ড হিসেবেও অশ্বিন’কে কাজে লাগান বিরাট কোহলি। শুধু অশ্বিন-ই নন, জাতীয় দলের জার্সিতে সুযোগ পাওয়া শাহবাজ নাদিমও পরিণত বোলিং-এর মধ্যে দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ইনিংসে নাদিমের ঝুলিতে রয়েছে ওলি পোপ এবং জস বাটলারের উইকেট। ইংল্যান্ডের বাকি দু’টি উইকেট নেন ইশান্ত শর্মা এবং জসপ্রীত বুমরা। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে একমাত্র উইকেট পাওয়ার ফলে টেস্ট কেরিয়ারে ৩০০ উইকেট পূর্ণ করলেন ইশান্ত শর্মা। ম্যাচ জয়ের জন্য ভারতের সামনে ৪২০ রানের লক্ষ্য রাখে ইংল্যান্ড। চতুর্থ এবং পঞ্চম দিনে চিপকের পিচে যা তোলা বেশ কঠিন। তবুও পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু দিনের অন্তিম লগ্নে রোহিত শর্মা ব্যক্তিগত ১২ রানে জ্যাক লিচের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরায় কাজটা বেশ কঠিন হয়ে গেল। চতুর্থ দিনের শেষে এক উইকেটের বিনিময়ে ভারতের সংগ্রহ ৩৯ রান। শুভমন গিল (১৫*)-এর সঙ্গে ১২ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা।

     

বিজ্ঞাপন

Goto Top