• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মুম্বই দল থেকে বাদ শচীন-পুত্র

তুঙ্গে জল্পনা। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আসন্ন বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না শচীন-তনয় অর্জুন তেন্ডুলকরকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বই দলে ডাক পেয়েছিলেন অর্জুন। তবে বিজয় হাজারেতে দল থেকে বাদ পড়লেন তিনি।

বুধবার বিজয় হাজারের জন্য দল ঘোষণা করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। কাঁধের চোটে মুস্তাক আলিতে খেলতে পারেননি শ্রেয়াস আয়ার। তবে চোট সারিয়ে বিজয় হাজারেতে দলে ফিরলেন তিনি। শুধু ফিরলেনই না, অধিনায়কত্বে দায়িত্বও তাঁর কাঁধে।

শ্রেয়াসের ডেপুটি হিসাবে থাকবেন পৃথ্বী শ। এছাড়া ২২ সদস্যের যে দল ঘোষণা করেছে মুম্বই, তাতে সুর্যকুমার যাদব, সরফরাজ খান, আদিত্য তারে, ধবল কুলকার্নি সহ প্রায় সকল পরিচিত মুখই রয়েছে।

মুস্তাক আলিতে মুম্বইয়ের জার্সি গায়ে দুই ম্যাচ খেলে দুটি উইকেট দখল করেছিলেন অর্জুন তেন্ডুলকর। কিন্তু ৫০ ওভারের টুর্নামেন্টের জন্য তাঁর নাম বিবেচনা করেনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। সামনেই আইপিএলের নিলাম। সেখানে নাম রয়েছে শচীন পুত্রেরও। এরই মাঝে তাঁর বিজয় হাজারেতে বাদ পড়ায় অর্জুনকে নিয়ে জল্পনা তুঙ্গে। আইপিএলে তিনি আদৌ দল পান কি না, সেটাই এখন দেখার।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে। মুম্বইয়ের সঙ্গে এলিট গ্রুপ ডি-তে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, রাজস্থান ও পণ্ডিচেরি। মুম্বইয়ের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে জয়পুরে। দলের কোচ হিসাবে রমেশ পাওয়ারের এটাই হতে চলেছে প্রথম টুর্নামেন্ট।

     

বিজ্ঞাপন

Goto Top