• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

চিপকে বিরাটদের ব্যর্থ ঢাকল হিটম্যান শো

দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩০০।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শুভমন গিল ০। চেতেশ্বর পূজারা ২১। বিরাট কোহলি ০। রোহিত শর্মা ‍‘মারমুখী’ দর্শক।
শনিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে এটাই ছিল টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের সারবত্তা। প্রথম দিনের শেষে অবশ্য ‍‘ভদ্রস্থ’ ভারত। সৌজন্যে ‍‘হিটম্যান শো’।
প্রথম টেস্টে দলের বিপের্যর জন্য যাঁরা টস ভাগ্যের দোষারোপ করেছিলেন, তাঁদের এবার অজুহাতের রাস্তা বন্ধ। টসে জিতে প্রথমে ব্যাটিং নেন বিরাট কোহলি। কিন্তু মইন আলি অফস্পিনের লাইন মিস করে বোল্ড হয়ে যখন প্যাভিলিয়নে ফিরলেন কোহলি, তখন দলের খাদের কিনারায়। বুমেরাং হয়ে দাঁড়াল বলেই মনে হচ্ছিল অধিনায়কের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত। তবে সঠিক মূল্যায়ন হল রোহিত-রাহানের ব্যাটে।
ভারতীয় ইনিংসের ২১.২ ওভার। স্কোরবোর্ডে ৮৬ রান। ততক্ষণে সাজঘরে ফিরেছেন ফর্মে থাকা পঞ্জাবের তরুণ ওপেনার গিল এবং দেশের নতুন ‍‘ওয়াল’ পূজারা। তবে রোহিত তখন ১০০-র ওপর স্ট্রাইকরেট নিয়ে সাবলীল ভঙ্গিমায় তাণ্ডব চালাচ্ছেন বাইশগজে। ঠিক সেই সময় মইনের বল বিরাটের ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে অফস্ট্যাম্প ছিটকে দিল। ৮৬ রানে ৩ উইকেট খুইয়ে রীতিমতো ধুঁকছে ভারত। আর আউট হওয়ার পর বিরাটের অভিব্যক্তি কারও চোখ এড়ায়নি। যথারীতি সোশ্যাল মিডিয়ায় ট্রোল ভারত অধিনায়ক।
অধিনায়ক না পারলেও, ভারতীয় ক্রিকেটের হিটম্যানকে সঙ্গ দিলেন তাঁর ডেপুটি। রাহানের ইনিংস দেখে মনে হল, যেন রোহিতের জন্যই টিকে ছিলেন তিনি। দলকে টেনে তুলে ২৪৮ রানে নিয়ে যাওয়ার পর রোহিতের প্যাভিলিয়নে ফেরার ‍‘শোক’ সহ্য করতে পারলেন না রাহানে। স্কোরবোর্ডে এক রান যোগ করেই তিনি রোহিতকে অনুসরণ করলেন।
ততক্ষণে অবশ্য দলকে লড়াই করার জায়গা পৌঁছে দিয়েছেন এই জুটি। তিন উইকেট খোয়ানোর পর মারমুখী রোহিত কিছুটা থিতু হয়ে টানতে থাকেন দলকে। টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরিটিও তুলে নেন তিনি। অবশেষে ২৩১ বলের মোকাবিলা করে ১৮টি চার ও দুটি ছয়ের সাহায্যে ১৬১ রান করে থামলেন মুম্বইকর।
১৪৯ বল খেলে অজিঙ্কা রাহানের অবদান ৬৭ রান। দিনের শেষে আউট হয়ে দলকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (১৩)। তবে অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ৩০০-র মাইলস্টোন ছুঁয়ে ফেলেন পন্থ। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩০০। ইংল্যান্ডের হয়ে মইন ও জ্যাক লিচ দুটি করে উইকেট পান। একটি করে উইকেট দখল করেছেন ওলি স্টোন এবং জো রুট।
প্রথম দিনেই ভারতের পাঁচটি উইকেট গিয়েছে ঘূর্ণির কবলে পড়ে। ফলে অশ্বিন-অক্ষর-কুলদীপ, টিম ইন্ডিয়ার এই স্পিনার ত্রয়ীকে সামলাতে যে বেশ বেগ পেতে হবে ইংরেজ ব্যাটসম্যানদের তা ভালোই বোঝা যাচ্ছে। এখন দেখার, ৩৩ রানে অপরাজিত থাকা পন্থ দলকে প্রথম ইনিংসে কতটা টেনে নিয়ে যেতে পারেন। পাশাপাশি অভিষেক ম্যাচে ব্যাট হাতে কিরকম পারফর্ম করেন অক্ষর (অপরাজিত ৫), সেদিকেও নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
এদিন দুটি দলেই বেশ কিছু পরিবর্তন ঘটে। ইংল্যান্ড যে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে আমূল পরিবর্ত আনতে চলেছে, তা আগেই জানিয়েছিল। তবে ভারতও তিনটি পরিবর্তন করে এই ম্যাচে। প্রত্যাশামতোই জেমস অ্যান্ডারসন এবং জোফরা আর্চারের বিশ্রাম দেয় ইংরেজ শিবির। পরিবর্তে ওলি স্টোন এবং স্টুয়ার্ট ব্রড ফেরেন প্রথম একাদশে। প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক ডম বেসের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে মইন আলিকে। এছাড়া উইকেটকিপার বেন ফোকস জায়গা করে নিয়েছেন জশ বাটলারের বদলে।
ভারতীয় দলেও তিনটি পরিবর্তন হয়েছে। শাহবাজ নাদিমের পরিবর্তে যে জাতীয় দলের টেস্ট জার্সিতে অক্ষর প্যাটেলের অভিষেক হতে চলেছে, তা একপ্রকার অনুমেয় ছিল। তবে একইসঙ্গে কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজকে দলে ফিরিয়ে চমকে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেও, বোলিংয়ে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। বোলিং ডিপার্টমেন্টের শক্তি বৃদ্ধি করতেই চায়নাম্যান কুলদীপ দীর্ঘদিন পর সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিশ্রাম দেওয়া হয়েছে জশপ্রীত বুমরাকে। পরিবর্তে অজি সফরে দুরন্ত পারফরম্যান্স করা হায়দরাবাদি পেসার সিরাজ দেশের মাটিতে প্রথম টেস্ট খেলার স্বাদ পেলেন।

     

বিজ্ঞাপন

Goto Top