• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রোহিতের রেকর্ড

মহম্মদ আজহারউদ্দিনকে টপকে গেলেন রোহিত।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

স্বমহিমায় রোহিত শর্মা। প্রথম টেস্টে ব্যর্থতার পর ঘুরে দাঁড়ালেন মুম্বইকর। শনিবার চিপক সাক্ষী থাকল হিটম্যান শোয়ের। ২৩১ বলে ১৬১ রানের দুরন্ত ইনিংস উপহার দিলেন তিনি। সেইসঙ্গে একাধিক নজিরও গড়লেন ডানহাতি ওপেনার।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে টপকে গেলেন রোহিত। টেস্ট কেরিয়ারের এটি রোহিতে সপ্তম শতরান। এই সাতটি সেঞ্চুরিই এসেছে ঘরের মাঠে। আজহারের কেরিয়ারে প্রথম ছয়টি টেস্ট সেঞ্চুরি ছিল ঘরের মাঠে। সেই রেকর্ড ভাঙলেন রোহিত। আর কোনও ভারতীয় ক্রিকেটারের এই ইতিহাস নেই। বিশ্বের নিরিখে তিনি রইলেন দ্বিতীয় স্থানে। বাংলাদেশের মমিনুল হক কেরিয়ারের প্রথম ১০টি টেস্ট শতরান করেছেন ঘরের মাঠে। তিনিই তালিকায় প্রথম।
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসাবে চারটি দলের বিরুদ্ধে ক্রিকেটের সবকটি ফরম্যাটে শতরান হাঁকানোর রেকর্ড গড়লেন রোহিত। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার পর চতুর্থ দল ইংল্যান্ড। এমনকি, ইংরেজদের বিরুদ্ধে তিন ফরম্যাটেই সেঞ্চুরি করলেন হিটম্যান। এই রেকর্ড রয়েছে একমাত্র ক্রিস গেইলের। এদিন ক্যারিবিয়ান তারকাকেও ছুঁয়ে ফেললেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top