যুজবেন্দ্র চহালের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে এফআইআর দায়ের করা হল ।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কযুবরাজ সিং-এর বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কাছে দায়ের করা হল এফআইআর। যুজবেন্দ্র চহালের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের কারণে এফআইআর দায়ের করা হল প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে।
গত বছর রোহিত শর্মার একটি ইনস্টাগ্রাম হাজির ছিলেন যুবি। সেখানেই চাহালের বিরুদ্ধে এক বিতর্কিত মন্তব্য করেন বা-হাতি এই তারকা ক্রিকেটার। তাঁর বিরুদ্ধে অভিযোগ মস্করার মেজাজেই দলিতদের অসম্মান করে বসেন ২০১১ বিশ্বকাপের নায়ক। জাত-পাত নিয়ে মন্তব্যের কারণে সেই সময়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।
যদিও পরে ক্ষমা চেয়ে নিয়েছিলেন যুবরাজ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়ে তিনি বলেছিলেন, “আমি জাত-পাত, লিঙ্গ বৈষম্য এবং বর্ণ বৈষম্যে বিশ্বাসী নই এবং এগুলো’কে মানি না। প্রত্যেক মানুষ আমার চোখে সমান এবং তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থ মানসিকতা নিয়ে একে অন্যের পাশে দাঁড়ানোই জীবন। আমি বুঝতে পারছি আমার সতীর্থের সঙ্গে আলোচনার মধ্যে আমার কথা মানুষের কাছে ভুল ভাবে পৌঁছেছে। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমি নিঃস্বার্থ ভাবে ক্ষমা চাইতে চাই যদি অনিচ্ছাকৃত কারোর মনোভাব বা ভাবাবেগে আঘাত দিয়ে থাকি। ভারত এবং দেশের প্রতিটা নাগিরক’কে আমি অন্তর থেকে ভালবাসি এবং সম্মান করি।”
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। হাঁসি থানায় দায়ের করা হয়েছে এই এফআইআর। ভারতীয় ডণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তফসিলি উপজাতি এবং জাতি ৩ (১)(r), ও (১)(s) ধারাতেও দায়ের করা হয়েছে মামলা