• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রতিশোধের ম্যাচ জিতে ফের দুইয়ে রিয়াল

ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারাল জিনেদিন জিদানের শিষ্যরা।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রথম লেগে হারের মধুর প্রতিশোধ নিল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারাল রিয়াল। প্রথম পর্বের ম্যাচে তিনটি পেনাল্টি উপহার দিয়ে ৪-১ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছিলেন জিনেদিন জিদানে শিষ্যরা।

পুরো ম্যাচে দাপট দেখিয়েছেন লস ব্ল্যাঙ্কোস ফুটবলাররা। ম্যাচটিতে মাত্র একবারই রিয়ালের গোল লক্ষ্য করে শট নিতে সক্ষম হয়েছে ভ্যালেন্সিয়া। আসলে মিনি হাসপাতালে পরিণত হওয়ার রিয়াল এদিন ম্যাচ শুরুর আগে কিছুটা স্বস্তি পেয়েছিল। চোট কাটিয়ে মাঠে ফেরেন দানি কারভাহাল ও লুকাস ভাসকুয়েজ। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন টনি ক্রুসও। যার ফলে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজাতে পেরেছেন জিদান। প্রভাব পড়েছে দলের খেলাতেও।

১২ মিনিটের মাথাতেই প্রথম গোলের দেখা পেয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে টনি ক্রুসের পাস ধরে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন করিম বেনজিমা। লা লিগায় চলতি মরশুমে এটি ফরাসি স্ট্রাইকারের ১২তম গোল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে ছয় গোল করলেন বেনজিমা।

কামব্যাক ম্যাচে দারুণ ফুটবল উপহার দিলেন জার্মান তারকা ক্রুস। একটি অ্যাসিস্টের পাশাপাশি দলের অপর গোলটি করেছেন তিনি নিজেই। ৪২ মিনিটে মার্কো অ্যাসেন্সিওলুকা মদ্রিচের পা ঘুরে চলে যায় ডি-বক্সে থাকা ভাসকুয়েজের কাছে। শট নেওয়ার সুযোগও ছিল তাঁর। কিন্তু পিছনে টনি ক্রুসের আবির্ভাব দেখে তাঁকে কাটব্যাক করলেন ভাসকুয়েজ। গড়ানো শটে গোল করে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি।

এই জয়ের ফলে আবারও বার্সাকে টপকে লিগ তালিকার দুনম্বরে উঠে এল জিজুর দল। ২৩ ম্যাাচে রিয়ালের পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ শীর্ষস্থান অক্ষুন্ন রেখে।

     

বিজ্ঞাপন

Goto Top