• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ইংরেজদের মোক্ষম জবাব টিম ইন্ডিয়ার

চিপকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় পেল ভারত।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

একেবারে মোক্ষম জবাব। দ্বিতীয় টেস্টে ইংরেজ বধ করে সিরিজে সমতা ফেরাল কোহলি অ্যান্ড কোং। চিপকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে জয় পেল ভারত।

এই চেন্নাইয়েই সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানে হেরেছিল টিম ইন্ডিয়া। সেই হারের মধুর প্রতিশোধ নিলেন বিরাট-রাহানেরা। দীর্ঘদিন পর দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটেছে দর্শকের। দেশের মাটিতে ভারতের খেলা চক্ষুস করা বছরের প্রথম ম্যাচটি সুধীর গৌতমদের মতো ক্রিকেটপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকল।

মেন ইন ব্লুর তৈরি করা রানের ইমারতে চাপা পড়ে গেল ইংল্যান্ড। ঘূর্ণি পিচে ভারতের স্পিনার ত্রয়ীর ঘাতক ছোবলে মাত্র ১৬৪ রানেই গুটিয়ে গেল জো রুটের দল। জাতীয় দলের টেস্ট জার্সি গায়ে অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে নজির সৃষ্টি করলেন অক্ষর প্যাটেল। তিন উইকেট গিয়েছে অশ্বিনের ঝুলিতে। অপর দুই ইংরেজ ক্রিকেটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন চায়নাম্যান কুলদীপ যাদব।

সাড়ে তিন দিনও গড়াল না ম্যাচ। টসে জিতে ব্যাট করতে নেমে রোহির্ত শর্মার ১৬১ রানের ম্যারাথন ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩২৯ রান তোলে ভারত। জবাবে অশ্বিনের স্পিনের ফাঁদে পড়ে ১৩৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতেও দুরন্ত শতরান হাঁকান রবিচন্দ্রন অশ্বিন। ২৮৬ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ব্যাটিং। ৪৮২ রানের পাহাড় সম লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামে ইংরেজ বাহিনী।

৫৩ রানে ৩ উইকেট খুইয়ে তৃতীয় দিন শেষ করে ইংল্যান্ড। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল তখনই। মঙ্গলবার শুধু অপেক্ষা ছিল সময়ের। প্রথম সেশনের কিছু পরেই শেষ হয়ে যায় ম্যাচ। একই ম্যাচে শতরান এবং আট উইকেট দখল করায় স্বাভাবিক ভাবে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অশ্বিন।

অজি সফরেও প্রথম টেস্টে হারের পর টিম ইন্ডিয়ার রোমাঞ্চকর প্রত্যাবর্তানের সাক্ষী থেকেছে ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ড সিরিজ যেন তারই পুনরাবৃত্তি। আহমেদাবাদে বাকি দুই টেস্টে কী ঘটতে চলেছে, তার উত্তর সময়ই দেবে।

     

বিজ্ঞাপন

Goto Top