দলে নেই অলরাউন্ডার মইন আলি।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কম্যাচ শেষ হয়ে গিয়েছে একদিন আগেই। পঞ্চম দিন পর্যন্ত মাঠে বল গড়ায়নি দ্বিতীয় টেস্টের। ভারতের কাছে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারের দিনই তৃতীয় টেস্টের দামামা বাজিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারত-ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের তৃতীয় টেস্টের জন্য মঙ্গলবার দল ঘোষণা করে দিল ইসিবি।
উল্লেখযোগ্য ভাবে দলে নেই ইংরেজ অলরাউন্ডার মইন আলি। প্রথম টেস্ট ডাগআউটে বসে কাটিয়েছেন তিনি। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন ডানহাতি অফস্পিনার। প্রথম ইনিংসে ভারতের সবথেকে বেশি উইকেট গিয়েছে মইনের ঝুলিতেই। কোহলি এবং রাহানেকে বোল্ড করার পাশাপাশি চারটি উইকেট নিয়েছেন তিনি।
দ্বিতীয় ইনিংসেও বল হাতে তুলে নিয়েছেন চারটি উইকেট। মজার বিষয়, এই ইনিংসে ভারতের অধিনায়ক ও তাঁর ডেপুটিকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন মইন। পাশাপাশি দুই ইনিংসে অক্ষর প্যাটেলও তাঁর শিকার। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ স্কোরারও মইন আলি। মাত্র ১৮ বলে পাঁচটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৪৩ রানের মুরকুটে ইনিংস খেলেন এই বাঁহাতি। কিন্তু পরিবারের সঙ্গে কাটাতে হঠাৎ করেই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সী মইন আলি। বিষয়টি এদিন নিশ্চিত করেছেন ইংরেজ অধিনায়ক জো রুটও।
তাঁর না থাকা সম্পর্কে রুট বলেন, ‘স্কোয়াড থেকে শুধু মইন বাড়ি ফিরে যাচ্ছে। সে থাকতে চায় কি না তা নিয়ে বেশি কিছু জিজ্ঞাসা করা হয়নি। ও নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে।’ কয়েক মাস আগেই কঠিন সময় পার করে এসেছেন মইন আলি। শ্রীলঙ্কা সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর মাঠে ফিরতে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গিয়েছিল তাঁর। তবে ফিরে এসেই পুরোনো ছন্দে দেখা গিয়েছিল এই স্পিনিং অলরাউন্ডারকে।
ইসিবি’র ঘোষিত ১৭ জনের স্কোয়াডে ফিরেছেন জনি বেয়ারস্টো ও মার্ক উড। বাড়ি ফিরে যাওয়ায় এই ম্যাচেও দলে নেই জশ বাটলার। তবে বিশ্রামে থাকা দুই পেসার জিমি অ্যান্ডারসন ও জোফরা আর্চার এবং স্পিনার ডম বেস ফিরেছেন তৃতীয় টেস্টের স্কোয়াডে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আহমেদাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তৃতীয় টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ওলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।