• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল নিলাম একনজরে

চতুর্দশ আইপিএল নিলামে মোট ৫৭ জন ক্রিকেটার বিক্রি হলেন৷ যার মধ্যে ২২ জন বিদেশি৷

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএল নিলামের ইতিহাসে সবেচেয়ে দামি ক্রিকেটার যেমন হলেন ক্রিস মরিস৷ তেমনই প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের ব্রাত্য গ্লেন ম্যাক্সওয়েল পেলেন প্রত্যাশার বেশি দাম৷ চেন্নাই সুপার কিংস-এর ব্রাত্য হরভজন সিং এলেন কিং খানের দলে৷

চতুর্দশ আইপিএল নিলামে মোট ৫৭ জন ক্রিকেটার বিক্রি হলেন৷ যার মধ্যে ২২ জন বিদেশি৷ ক্রিকেটারদের কেনার জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি মোট খরচ করল ১৪৫ কোটি ৩০ লক্ষ টাকা৷ সর্বাধিক দাম পেলেন দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিস৷ আইপিএল নিলামের ইতিহাসে সর্বাধিক ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় তাঁকে কিনল রাজস্থান রয়্যালস।

নিলামে কোন ক্রিকেটার কোন দলে একটু দেখা যাকঃ

কলকাতা নাইট রাইডার্স: শাকিব আল হাসান, হরভজন সিং, শেলডন জ্যাকসন, করুণ নায়ার, ভাইভব অরোরা, বেন কাটিং, ভেঙ্কটেশ আইয়ার পবন নেগি৷

সানরাইজার্স হায়দরাবাদ: জগাদেশা সুচিত্র, কেদার যাদব, মুজিব উর রহমন৷

চেন্নাই সুপার কিংস: মোয়েন আলি, কে গৌতম, চেতেশ্বর পূজারা, হরিশংকর রেড্ডি, ভগথ ভার্মা হরি নিশান্ত৷

দিল্লি ক্যাপিটালস: স্টিভ স্মিথ, উমেশ যাদব, রিপাই প্যাটেল, বিষ্ণু বিনোদ, লুকম্যান মেরিওয়ালা, এম সিদ্ধার্থ, টম কারেন স্যাম বিলিংস৷

পঞ্জাব কিংস: ঝাই রিচার্ডসন, শাহরুখ খান, ডেভিড মালান, রিলে মেরেডিথ, মোজেস হেনরিকে, জলজ সাক্সেনা, উৎকর্য সিং, ফাবিয়ান অ্যালেন, সৌরভ কুমার

 

মুম্বই ইন্ডিয়ান্স: নাথান কুল্টার নাইল, অ্যাডাম মিলিন, পীষুষ চাওলা, জেমস নিশাম, যুববীর চারাক, মার্কো জ্যানসেন অর্জুন তেন্ডুলকর৷

রাজস্থান রয়্যালস: ক্রিস মরিস, শিভম দুবে, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া, কেসি কারিয়াপ্পা, লিয়াম লিভিংস্টোন, কুলদীপ যাদব, আকাশ সিং৷

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: গ্লেন ম্যাক্সওয়েল, সচিন বেবি, রজত পতিদার, মহম্মদ আজহারউদ্দিন, কাইল জেমিসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ানস কেএস ভরত, সুহাস প্রভুদেশাই৷

 

     

বিজ্ঞাপন

Goto Top