• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিসিসিআইকে হুমকি পার্ক বোর্ডের

ভিসা পাওয়ার ব্যাপারে ভারতের থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেবে। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি কড়া হুমকি দিয়ে রাখলেন বিসিসিআইকে।

ভিসা পাওয়ার ব্যাপারে ভারতের থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়ার দাবি জানাবেন বলে শনিবার মত পোষণ করেন পাক বোর্ডের প্রধান। তিনি পরিষ্কার বলেন, ‍‘ক্রিকেটে বড় তিন দাদা বলে একটা কথা রয়েছে। এবার তা বদলানো প্রয়োজন। আমরা শুধু পাকিস্তান ক্রিকেট দলের জন্য ভিসা চাইছি, তা নয়। আমরা চাই আমাদের সমর্থক, ক্রিকেট কর্তা, সাংবাদিক, সবার জন্য ভিসা দেওয়া হোক। আমরা আইসিসি-কে ইতিমধ্যেই জানিয়েছি, মার্চের মধ্যে ভারত ভিসা দেওয়ার ব্যাপারে লিখিত প্রতিশ্রুতি দিক। তা না হলে আমরা সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেব।’ শুধু ভিসা নয়, নিরাপত্তার বিষয়টিও ভারতীয় বোর্ডকে নিশ্চিত করতে বলেছেন এহসান মানি।

     

বিজ্ঞাপন

Goto Top