• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

মোতেরা স্টেডিয়ামে।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শুরু হয়ে গেল প্রস্তুতি। আগামী বুধবার থেকে বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে নামবে ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় থাকায়, তৃতীয় টেস্টের গুরুত্ব অপরিসীম।
স্বাভাবিক ভাবেই বিরাটরা চাইবেন, এই ম্যাচে ইংরেজদের ফের ধরাশায়ী করে সিরিজে এগিয়ে যেতে। সেই লক্ষ্যে শনিবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিল টিম ইন্ডিয়া। তবে দিনের সবথেকে বেশি আকর্ষণীয় বিষয় ছিল মোতেরা স্টেডিয়ামটি।
বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে স্টেডিয়ামের। তাতে দেখা গিয়েছে, এটি এতটাই বড় যে বুমরা, পূজারা’রা দীর্ঘক্ষণ ঘুরে ঘুরে দেখতে থাকেন মোতেরার চারপাশ। এমনকি চমক রয়েছে অনুশীলনের ক্ষেত্রেও। বাকি স্টেডিয়ামগুলিতে মাঠের ভিতরে নেট অনুশীলন হয়। কিন্তু মোতেরায় স্টেডিয়ামের বাইরেই আলাদা করে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অনুশীলনের পিচ তৈরি করা হয়েছে। সেখানে একাধিক পিচ থাকলেও চারটি পিচে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন করতে দেখা গিয়েছে।
অনুশীলনের পর ক্রিকেটারেরা নিজেদের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। হার্দিক পান্ডিয়া বলেন, ‍‘বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে খেলতে নামা, সত্যি বলতে অবিশ্বাস্য লাগছে। দেশের মাটিতে এরকম একটা স্টেডিয়াম যেখানে এত মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন, এটা ভেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’
পূজারার মন্তব্য, ‍‘বিরাট স্টেডিয়াম। মোতেরায় প্রথম গোলাপি বলের টেস্ট খেলতে মুখিয়ে রয়েছি আমরা। অসাধারণ মাঠ।’ শুক্রবার জিমে কাটানোর পর এদিন নেটে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটাররা।

     

বিজ্ঞাপন

Goto Top