দুর্দান্ত ভাবে এবারের বিজয় হাজারে অভিযান শুরু করেছে বাংলা। ঘরের মাঠে প্রথম ম্যাচে সার্ভিসেসকে ৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছেন অরুণ লালের শিষ্যরা। মঙ্গলবার গ্রুপ ই-তে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে অনুষ্টুপ অ্যান্ড কোং।
ইডেন গার্ডেন্সে এদিন বঙ্গ ব্রিগেড মুখোমুখি হবে চণ্ডীগড়ের। প্রতিপক্ষ হিসাবে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে লালজি’র ছাত্রদের। কারণ, প্রথম ম্যাচে ৩ উইকেটে হরিয়ানাকে হারিয়ে চণ্ডীগড়ও এবারের প্রতিযোগিতা শুরু করেছে জয় দিয়ে।
অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ছাড়াও সার্ভিসেসের বিরুদ্ধে বড় রানের মুখ দেখেছেন বাংলার তরুণ ব্যাটসম্যান কাইফ আহমেদ। এছাড়া সকলেই দু’অঙ্কের রানের মুখ দেখে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, চণ্ডীগড় অধিনায়ক মনন ভোরাও রয়েছেন দুরন্ত ফর্মে। ঘরোয়া ক্রিকেটের খুব পরিচিত মুখ মনন। একটা সময় কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলে দাপিয়ে খেলেছেন তিনি। ২৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফলে মননকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে বাধ্য বাংলার থিঙ্ক ট্যাঙ্ক।সোমবার বাংলার অধিনায়ক বলেন, ‘শেষ ম্যাচে চণ্ডীগড় দারুণ খেলেছে। আমাদের ম্যাচের পর ওদেরটাও আমরা দেখছিলাম। তবে এখানে সবাই শক্তিশালী দল। সবকটি দলের বিরুদ্ধেই আমাদের কঠিন লড়াই। তবে আমরাও দারুণ দলগত সংহতি দেখিয়ে জয় তুলে নিয়েছি প্রথম ম্যাচে। জয়ের মোমেন্টাম ধরেই রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য।’