• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ব্যক্তিগত মাইলস্টোন নয়, জয়েই ফোকাস ইশান্তের

বুধবার মোতেরায় সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দরজায় কড়া নাড়ছে ইতিহাস। রাত পোহালেই কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় পেসার হিসাবে শততম টেস্ট খেলার নজির গড়বেন ইশান্ত শর্মা। বুধবার মোতেরায় সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। ইশান্তের জন্য এই ম্যাচের গুরুত্ব অবশ্য অনেকটাই বেশি।

শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে আর কে না চায়! তবে ভারতীয় ক্রিকেটের ‍‘লম্বু’ কিন্তু নিজের এই মাইলস্টোন নিয়ে মাথা ঘামাতে নারাজ। দলের জয়ে অবদান রাখাই ডানহাতি পেসারের প্রধান লক্ষ্য বলে জানালেন তিনি। চার ম্যাচের টেস্ট সিরিজ এই মুহূর্তে ১-১। প্রথম টেস্টে হারের পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বিরাট ব্রিগেড। দ্বিতীয় টেস্টে ইংরেজদের আত্মসমর্পণে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। চিপকে দ্বিতীয় টেস্ট চলাকালীনও একটি কীর্তি গড়েছিলেন ইশান্ত। ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ উইকেটের মালিক হয়েছিলেন তিনি।

সোমবার মোতেরায় সাংবাদিকদের ইশান্ত বলেন, ‍‘যখন তোমার কেরিয়ার ১৪ বছর লম্বা এবং তুমি এখনও খেলছ, তখন কোনও একটা বিষয়ে ফোকাস থাকতে পারে না। সব ক্রীড়াবিদদেরই কেরিয়ারে ওঠা-নামা থাকে। সেরকম আমারও রয়েছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে শততম টেস্ট খেলতে পারার অনুভূতিটা দারুণ। আমি জাহির খানের থেকে অনেক কিছু শিখেছি। সতীর্থদের সবসময় বলি, ফিটনেসে নজর দিতে। তাহলেই সাফল্য আসবে।’

 

ইশান্ত শর্মা যখন টেস্ট ক্যাপ পেয়েছিলেন, তখন জাতীয় দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। অতীতের স্মৃতিচারণা করে দিল্লির পেসার বলেন, ‍‘যখন আমি ২০০৭-০৮ মরশুমে দলের সঙ্গে প্রথম অস্ট্রেলিয়া যাই, তখন একেবারেই তরুণ ছিলাম। শুধুমাত্র নিজের বোলিংয়ের উপরই ফোকাস ছিল। এরপর বছরের পর বছর ধরে অনেক কিছু শিখেছি। তবে সবসময় মাথায় থাকত দলের জয়ের কথাটা। এখনও পর্যন্ত তাই আছে, যতদিন খেলব সেটাই থাকবে। যখন তুমি খেলা ছেড়ে দেবে, তখন ব্যক্তিগত মাইলফলকগুলির দিকে নজর দিও। কিন্তু এখন আমার কাছে এগুলি শুধুই একটা সংখ্যা। আমি সংখ্যার জন্য খেলি না, আমি খেলি জেতার জন্য।’

     

বিজ্ঞাপন

Goto Top