চণ্ডীগড়ের বিরুদ্ধে ৫ উইকেটে হারল অরুণ লালের দল।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও, দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল বাংলা। মঙ্গলবার বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ ই-র ম্যাচে চণ্ডীগড়ের বিরুদ্ধে ৫ উইকেটে হারল অরুণ লালের দল।
এদিন ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বঙ্গ ব্রিগেড। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট খুইয়ে ২৫৩ রান তোলে তারা। ব্যাট হাতে গত ম্যাচে নায়ক কাইফ আহমেদ এবং অনুষ্টুপ মজুমদার এদিন ব্যর্থ। বাংলার অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। কাইফ আউট হন ২০ রানে।
ওপেন করতে নেমে শুরুটা অবশ্য খারাপ করেননি শ্রীবৎস গোস্বামী। কিন্তু ক্রিজে সেট হয়ে যাওয়ার পরেও উইকেট ছুঁড়ে দিয়ে আসার পুরোনো রোগ বাংলার ক্রিকেটারদের রয়েই গিয়েছে। অপর ওপেনার বিবেক সিং (১২) ফেরার কিছুক্ষণ পরই প্যাভিলিয়নে পথ ধরেন শ্রীবৎস (৩৫)। বড় কোনও পার্টনারশিপ এদিন গড়ে ওঠেনি বাংলার।
অভিমন্যু ঈশ্বরন ৩৫ রান করেন। মিডল অর্ডারে শাহবাজ আহমেদ ব্যাট হাতে দলের হাল না ধরলে করুণ পরিণতি হত লালজির ছাত্রদের। শাহবাজ ৬৬ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। ঋত্বিক চ্যাটার্জির অবদান ২৯। ব্যাটে ব্যর্থ অর্ণব নন্দী (২)। শেষ দিকে আকাশ দীপ ঝোড়ো ইনিংস খেলেন। ১৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। মুকেশ কুমার ১৫ বলে ১৬ রান করেন।
জবাবে ৭ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে খুব সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চণ্ডীগড়। শুরু থেকেই বাংলার বোলারদের চাপে রাখে চণ্ডীগড়। দুই ওপেনার আর্সলান খান এবং অধিনায়ক মনন ভোরা দলকে টানতে থাকেন। গত ম্যাচের শতরানকারী মনন থামেন ৪৫ রানে। আর্সলান ৯৫ বলে ৮৮ রানের ইনিংস খেলে আউট হন। এরপর শিবম ভামব্রি এবং অঙ্কিত কৌশিক দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। এক রানের ব্যবধানে পরপর তিনটি উইকেট হারালেও, জয় পেতে সমস্যা হয়নি চণ্ডীগড়ের। কৌশিক (৩৫) এবং বিপুল শর্মা (০) আউট হওয়ার পর উদয় কউলও (০) দ্রুত সাজঘরে ফেরেন। তবে গুরিন্দর সিংকে (অপরাজিত ৬) বাকি কাজটি সেরে ফেলেন ভামব্রি। ৭৪ বলে ৭১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
আগামী বৃহস্পতিবার ফের মাঠে নামবে অনুষ্টুপ অ্যান্ড কোং। সেদিন তাদের প্রতিপক্ষ শক্তিশালী সৌরাষ্ট্র। জয়দেব উনাদকাটের দলও প্রথম দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।