• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নবনির্মিত মোতেরায় পিঙ্ক বল টেস্টে সিরিজে এগিয়ে যাওয়ার লড়াই দুই শিবিরের

বুধবার শুরু দিন-রাতের তৃতীয় টেস্ট। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অবশেষে আজ বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচের আসর বসতে চলেছে। আর এই ম্যাচকে ঘিরে সাজ সাজ রব গোটা আমেদাবাদ শহর জুড়ে। করোনার আবহের জন্য এই ম্যাচে মাত্র ৫৫ হাজার টিকিট বিক্রির ছাড়পত্র দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই সব টিকিট বিক্রি হযে গিয়েছে। এই ম্যাচকে ঘিরে নানান পরিকল্পনা করেছে বিসিসিআই।

নবনির্মিত এক লাখ স্টেডিয়ামে নামতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। ভারতের মাটিতে দ্বিতীয় দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচে ভারত এগিয়ে নামলেও গোলাপি বলে ভারত খুব একটা ভালো জায়গায় নেই। শেষ গোলাপি বলের ম্যাচে হারতে হয়েছিল বিরাটদের। তবে সেটা অস্ট্রেলিয়ার মাটিতে ছিল। কিন্তু ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশকে হারিয়ে জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে ইডেনে বিরাট শতরানও করেছিলেন।

এবার ভারতের মাটিতে দ্বিতীয় পিঙ্ক বল টেস্টে সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় টিম ইন্ডিইয়া। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন বিরাটরা।

অপরদিকে এই ম্যাচ যেমন মোতেরা স্টেডিয়ামের জন্য ঐতিহাসিক। ঠিক তেমনই ভারতীয় দলের বর্ষীয়ান পেসার ইশান্ত শর্মার কাছেও এটা ঐতিহাসিক টেস্ট হতে চলেছে। কারণ ভারতীয় দলের টেস্ট জার্সি গায়ে শততম ম্যাচ খেলতে নামছেন ইশান্ত। শততম টেস্টে দলকে জেতাতে চান ইশান্ত।

এই সিরিজে শেষ ম্যাচ জেতায় ভারত এগিয়ে থাকলেও, গোলাপি বলে ইংল্যান্ড বেশ ভালো। সেটাই ভাবাচ্ছে বিরাটকে। ঘরের মাটিতে এই ম্যাচে হারলেই সিরিজ জয় অনেকটাই কঠিন হয়ে যাবে ভারতের কাছে। সেই দিকেও নজর রাখছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বহু বছর পর নতুন মোতেরা স্টেডিয়ামে খেলতে নামছেন বিরাটরা। পিচের চরিত্র কী হবে তা নিয়ে চাপে রয়েছে টিম ম্যানেজমেন্ট।

এখানেও স্পিন সহায়ক উইকেট হতে চলেছে। এমনটাই মনে করা হচ্ছে। কারণ গত ম্যাচে স্পিনার দিয়ে বাজিমাত করেছিল ভারত। সেই অস্ত্র প্রয়োগ করতে চায় টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচকে ঘিরে ভারতীয় দলের সবরকম হোমওযার্ক করা হয়ে গিয়েছে। কারণ গোলাপি বলে খুব কম ম্যাচ খেলেছে ভারত। তাই যাতে ম্যাচে কোনও রকম সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই সব প্রস্তুতি শেষ ভারতের।

গত ম্যাচ জেতায় অনেকটাই হালকা মেজাজে ভারতীয় দলের ক্রিকেটাররা। ঠিক ততটাই চাপে ইংল্যান্ড। প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে আটকে গিয়েছে তারা। সেই কারণে এই ম্যাচে যে কোনও প্রকারে ঘুরে দাঁড়াতে চাইছে রুটরা। ভারতের গত অজি সফরের কথা মাথায় রেখে প্রস্তুতি সারছে। কারণ গত অজি সফরে প্রথম টেস্টে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। শুধু তাই নয়, সিরিজও পকেটে তুলেছিল। এই সিরিজও এখনও পর‌্যন্ত সেই দিকেই যাচ্ছে। তাই বিরাটদের আটকাতে অতীতের ভিডিও দেখে ভারতীয় ক্রিকেটারদের দুর্বলতা খুঁজে নিচ্ছেন ব্রডরা।

এই ম্যাচে ইংল্যান্ডের বড় অস্ত্র জো রুট এবং স্টুয়ার্ট ব্রড। এই দুই ক্রিকেটারের দিকেই তাকিয়ে রয়েছে টিম ইংল্যান্ড। প্রথম ম্যাচে রুটের দ্বিশতরানে আটকে গিইয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে সেই মতো কোনও কিছুই করতে পারেননি রুট। এই ম্যাচে ইংলিশ তারকার দিকেই তাকিয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারতের মাটিতে প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলতে নামার আগে বেশ সতর্ক ইংল্যান্ড।

শুধু ইংল্যান্ড নয়, ভারতীয় দলও বেশ সতর্ক। দুই দলই চাইছে এই ম্যাচ জিতে সিরিজে কিছুটা হলেও এগিয়ে থাকতে। তবে সেটা সময় বলবে। তবে এই ম্যাচকে ঘিরে যে আলাদা উদ্দিপনার সৃষ্টি হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে ভারতের কাছে এই টেস্ট শুধুমাত্র ঐতিহাসিক কারণে নামছে না। টার্গেট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ভাবনা চিন্তা নিইয়্ব এই টেস্টে নামছে বিরাট ব্রিগেড।

     

বিজ্ঞাপন

Goto Top