• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রথম ৫০০ বল খেলে শতরান মাধব আপ্তের, ম্যাচ ভারতের

কিং, হলদের ভয় পাননি মুম্বইকর ক্রিকেটার

সুমিত গঙ্গোপাধ্যায়, ক্রিকেট গবেষক

১৯৫৩ সালে আজকের দিনটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক প্রায় বিস্মৃত অধ্যায়। মাটি কামড়ে পরে না থাকতে পেরে অনেক ম্যাচেই ভারত হেরে গিয়েছে। ৬৭ বছর আগে উল্টো ঘটে গিয়েছিল প্রায়।

১৯ ফেব্রুয়ারি ৬ দিনের টেস্ট ম্যাচে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে ব্যাট করতে নামে। কোনও রকমে ২৭৯ তুলে পরের দিন আউট হয় (২০ ফেব্রুয়ারি)।

ওয়েস্ট ইন্ডিজ নামে। ২০ তারিখ বাকি সময় আর ২১ তারিখ পুরোদিন ব্যাট করে ২৮০/৫ তোলে। পরের দিন ২২ তারিখ রেস্ট ডে। ২৩ তারিখ  খুব তাড়াতাড়ি ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যায় ৩১৫ রানে । এভার্টন উইকস ১৬১ করেন। ৫ উইকেট নেন সুভাষ গুপ্তে। 

ভারত মাত্র ৩০ মিনিটের মধ্যে ৩ উইকেট খোয়ায় ১০ রানে (পঙ্কজ রায়,রামচাঁদ,মঞ্জেরেকার)। মাধব আপ্তে আর পলি উমরিগড় দিনের বাকি সময়ে কাটিয়ে দেন। দিনের শেষে ১১৮/৩। আপ্তে ক্যাচ দিয়েছিলেন , আসগর আলি ধরতে পারেন নি। আপ্তে ২ ঘন্টা ৩৯ মিনিটে হাফ সেঞ্চুরি করেন। দিনের শেষে ৬০ অপরাজিত।

আজকের দিনে সকালে পলি উমরিগড় (১৭০ মিনিটে ৬৭,৬×৪) যখন আউট হন ভারতীয় দলের রান তখন ১৪৫। নামলেন বিজয় হাজারে। লাঞ্চে হাজারে ৮ , আপ্তে ৮০। এরপর ৫ নম্বর আর ৬ নম্বর গেল (হাজারে ১৪০ মিনিটে ২৪ আর ঘোড়পারে মাত্র ৪ বলে শূন্য)। নামলেন মানকড়।

অবশেষে শতরান হলো আপ্তের। ৩৩২ মিনিটে। হাফ সেঞ্চুরি থেকে সেঞ্চুরি হতে সময় নিল ২ ঘন্টা ৫৩ মিনিট। দিনের শেষে ভারত ২৮৭/৬। আপ্তে ১৪১ অপরাজিত। মানকড় ৪৩ অপরাজিত। 

শেষ দিন ভারত আরও ৭৫ রান যোগ করলো। মানকড় পায়ে টান ধরায় আউট হলেন ২১৪ মিনিটে ৯৬ করে (৮×৪,১×৬)। দলের রান ৩৬২/৭ । ২০০.১ ওভারে । আপ্তে ৫৮৪ মিনিটে ১৬৩ অপরাজিত (১৪×৪)। আপ্তে ১০০ থেকে ১৫০ করতে সময় নেন তিন ঘন্টা ২০ মিনিট। নিঃসন্দেহে এটাই প্রথম ৫০০ বল খেলার উদাহরণ ভারতীয় ক্রিকেটারের টেস্ট ম্যাচে , যা বহুদিন বাদে পূজারা স্পর্শ করেন। কারণ ভারত ২০০ ওভার (১২০০ টি আইনি বল ) খেলেছিল, আর আপ্তে ওপেন করেন, ফলে নিঃসন্দেহে ৫০০ বলের বেশি খেলেন।

প্রায় দশ ঘন্টা একদিকে মাটি কামড়ে পড়ে থেকে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে ছিনিয়ে নেন আপ্তে। সাথে পলি, হাজারে, মানকড় এর সাহায্য। কিং, হল এর বাউন্সার কে তাঁরা ভয় পাননি । ভুলবেন না, মাঠ টা পোর্ট অফ স্পেন।

ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ৩২৭। স্টলমেয়ার (১৬৩ মিনিটে) ১০৪ (অপরাজিত) করেন , ওয়েস্ট ইন্ডিজ ৫৪ ওভারে ১৯২/৪ করে। উইকস আবার অপরাজিত ৫৫। 

হাতে আড়াই দিন খেলা বাকি, দল ১০/৩। এই অবস্থা থেকে বের করে আনেন আপ্তে, স্কুল ক্রিকেটে বল হাতে যিনি ১০ রানে ১০ উইকেট পেয়েছিলেন , ক্লাব ক্রিকেটে বিজয় মার্চেন্টের সাথে খেলে কেরিয়ার শুরু করেন, খেলা ছাড়েন জাহির খান এর সাথে খেলে সেই বছর যে বছর ওই ক্লাব প্রতিযোগিতায় ডেবিউ হয়েছিল অজিঙ্ক রাহানের। তাই আজকের দিন ভোলার নয়।

     

বিজ্ঞাপন

Goto Top