১০ উইকেটে জয় পেল ভারত। ম্যাচের সেরা অক্ষর।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদু’দিনও গড়ালো না ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেছিল দুই দল। দিন রাতের এই টেস্টের প্রথম দিন থেকেই ফ্রন্টফুটে ছিল বিরাটের ভারত। প্রথম ইনিংসে অক্ষরের ৬ উইকেটে ভর করে ভালো জায়গায় থাকে ভারত। মাত্র ১১২ রানেই আটকে যায় ইংরেজরা।
প্রথম দিনের একেবারে শেষের দিকে ব্যাট করতে নেমে বেশ ভালো জায়গাতেই থাকে ভারত। রোহিত এবং রাহানে প্রথম দিনের শেষে টিকে থাকে। প্রথম দিনের শেষে এই ম্যাচের পরিস্থিতি দেখে এক বারের জন্যও মনে হয়নি এই ম্যাচে দুইদিনও গড়াবে না। প্রথম দিনে তা বোঝা না গেলেও দ্বিতীয় দিনের শুরুতে কিছুটা হলেও তা আন্দাজ করা গিয়েছিল। কারণ দ্বিতীয় দিনের শুরু থেকেই ভারতের উইকেটের পতন ঘটতে থাকে। ভারতের পথে হেঁটে সেই ভুল শোধরানোর চেষ্টা করে ইংল্যান্ড। পার্ট টাইম স্পিনার জো রুটকে নিয়ে আসেন বল করতে।
বল করতে নেমে পরপর উইকেট তুলে নেন রুট। মাত্র এক ঘন্টার মধ্যে পাঁচটি উইকেট নেন তিনি। মোতেরার ঘুর্ণি পিচে তখন রুট দাপট। মাত্র ৬.২ ওভার বল করে ৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ইংল্যান্ড অধিনায়ক। ভারত ১৪৫ রানে অলআউট হয়ে যাওয়ার পরেও ভারতের জয়ের আশা তখনও বজায় ছিল। কারণ এই পিচে ভারতকে ভরসা দিয়ে এসেছিল অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন।
প্রত্যাশা মতোই দ্বিতীয় ইনিংসের শুরুটা স্পিনারদের দিয়ে বল করান বিরাট। অক্ষরকে নিয়ে আসে ভারত। ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জ্যাক ক্রলে এবং সিবলে। ইনিংসের প্রথম বলেই অক্ষর ফিরিয়ে দেন ক্রলেকে। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে ইংল্যান্ডের। প্রথম ওভারেই দুটি উইকেট পড়ে যায়। ক্রমশ চাপে পড়তে থাকে ইংরেজরা। অক্ষরের পর নিয়ে আসা হয় অশ্বিনকে। তিনিও বল ঘোরাতে থাকেন। সেই সঙ্গে উইকেট তুলে নিতে থাকেন। পরপর উইকেট পতনে চাপ বাড়ে রুটদের।
কোনও ক্রিকেটারই সেই ভাবে দাঁড়াতে পারেননি। শুধুমাত্র বেন স্টোকস ৩৪ বলে ২৫ রান করে অশ্বিনের বলে আউট হয়ে যান। এই নিয়ে টানা ১১ বার অশ্বিনের বলে ফিরে গেলেন তিনি। অক্ষরের ৫, অশ্বিনের ৪ এবং ওয়াশিংটন সুন্দরের ১ উইকেটে মাত্র ৮০ রান তোলে তারা। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের এটাই সবচেয়ে কম রান। এর আগে ওভালে ১০১ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড।
৪৯ রানের টার্গেট নিয়ে ভারতের হয়ে ওপেন করতে নামে রোহিত শর্মা এবং শুভমন গিল। এই দুই ওপেনারের কাছে এই রান মোটেই কঠিন কাজ ছিল না। মাত্র ৭.৪ ওভারে এই রান তুলে নেয় ভারত। অপরাজিত ছিলেন রোহিত ২৫ বলে ২৫ রানে এবং গিল ২১ বলে ১৫ রানে। ১০ উইকেটে জয় পায় ভারত। ম্যাচের সেরা হন অক্ষর।
এই জয়ে পর ধোনিকে ছুঁযে ফেললেন কোহলি। ঘরের মাঠে ২৯ টেস্টের মধ্যে ২২ টিতে জিতলেন কোহলি। সমসংখ্যক ম্যাচে মাহি জিতেছিলেন ২১ টি ম্যাচ।এশিয়ার মধ্যে এই নিয়ে তৃতীয়বার মাত্র দুই দিনেই শেষ হল টেস্ট ম্যাচ। ২০০২-২০০৩ সালে অস্ট্রেলিয়া পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচে অজিরা জিতেছিল। এরপর ২০১৮ আফগানিস্তানে এবং এবার মোতেরাতে। এই ম্যাচ জেতার ফলে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অনেকটাই এগিয়ে গেল ভারত।