• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সৌরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলার

 পরের রাউন্ডে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল অনুষ্টুপদের।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিজয় হাজারে ˆট্রফিতে ফের হার বাংলার। ছত্রিশগড়ের পর এবার সৌরাষ্ট্রের কাছে হেরে নকআউটে যাওয়ার রাস্তা কার্যত শেষ করল অরুণ লালের ছেলেরা।রঞ্জি ফাইনালের বদলা নিতে পারলেন না অনুষ্টুপ মজুমদাররা। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ১৪৯ রানে হারল বাংলা। এদিন টসে জিতে প্রথমে সৌরাষ্ট্রকে ব্যাট করতে পাঠায় বাংলা। সেটা যে কতটা ভুল তা ভাল ভাবেই টের পেলেন বাংলার ক্রিকেটাররা। শুরু থেকেই দাপুটে ব্যাটিং করতে থাকে সৌরাষ্ট্র। ওপেন করতে নামা অভি বারত শুরুটা বেশ ভালো করেন। বলা ভালো তাঁর ব্যাটে ভর করেই প্রথম থেকেই রানের গতি বজায় রাখে সৌরাষ্ট্র। এরপর অন্য সব ক্রিকেটাররা এসে দলের রান এগিয়ে নিয়ে যায়। এই ম্যাচে বাংলার বোলারদের অসহায় মনে হয়েছিল।

ইশান পোড়েল, আকাশদীপ, মুকেশ কুমাররা ছিলেন শুধুমাত্র নিরব দর্শক। কোনও বোলারই সেই ভাবে দখল সৌরাষ্ট্রের গড়া ইনিংসে থাবা বসাতে পারেনি। অভি (৯০ বলে ৮৩ রান), পেরক মানকাদ (৫৯ বলে ৫৯ রান) এবং অর্পিত ভাসভদার (৫৯ বলে ৯১ রান) এর ইনিংস রানের পাহাড় তৈরি করে। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ৩২৪ রান তোলে সৌরাষ্ট্র। ৩ উইকেট নেন পোড়েল। মুকেশ, আকাশদীপ, শাহবাজ, অর্ণব এবং ঋত্বিক নিয়েছেন একটি উইকেট।বড় রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে বাংলা। ওপেন করতে নামে শ্রীবত্স গোস্বামী কোনও রান না করেই ফিরে যান। এরপর অভিমন্যু ঈশ্বরন এসে কিছুটা হলেও রানের মুখ দেখেন। প্রাক্তন বঙ্গ অধিনায়ক ৬১ বলে ৪৪ রান করেন। এছাড়া কাইফ আহমেদ (৪২ বলে ৩৭ রান) করেন। এছাড়া আর কোনও বঙ্গ ক্রিকেটার সেই ভাবে রান করতে পারেনি। ৩৭ ওভারে মাত্র ১৭৫ রানেই গুটিয়ে যায় বাংলা।পরপর দুই ম্যাচে হেরে চাপে পড়ে গেল বঙ্গ ক্রিকেটাররা। সেই সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল অনুষ্টুপদের।

     

বিজ্ঞাপন

Goto Top