ঘরের মাঠে ২২টি টেস্ট জিতলেন কোহলি৷
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কমাত্র দেড় দিনেই ইংল্যান্ডকে হারিয়ে দিলেন বিরাট কোহলিরা।টানা দু’টি টেস্ট জিতে সিরিজে ২-১ এগিয়ে গেলে ভারত৷ বৃহস্পতিবার পিঙ্ক বল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন ক্যাপ্টেন বিরাট কোহলি৷ ঘরের মাঠে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড এখন বিরাটের ঝুলিতে৷
এদিনের জয়ের ফলে ঘরের মাঠে ২২টি টেস্ট জিতলেন কোহলি৷ চিপকে দ্বিতীয় টেস্ট জিতে আগেই ঘরের মাঠে ধোনির সর্বাধিক ২১টি টেস্ট জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট৷ বৃহস্পতিবার ধোনিকে টপকে গেলেন কোহলি৷ তাঁর ২২টি জয় এসেছে ২৯টি টেস্ট খেলে৷ সেখানে ধোনি ২১টি টেস্টে জয় পেয়েছিলেন ৩০ ম্যাচ খেলে৷ মোতেরায় প্রাক ম্যাচ সংবাদিক বৈঠকে ধোনিকে পিছনে ফেলে নতুন রেকর্ডের হাতছানি প্রসঙ্গে কোহলি বলেছিলেন, ‘অন্য প্লেয়ার বা আমার কাছে ক্যাপ্টেন হিসেবে রেকর্ড কিছু হয় না৷ আমার কাছে এটা একটি দায়িত্ব, যা পালন করার চেষ্টা করি৷ যতদিন খেলে যাব, আমার কাছে এটা একই রকম থেকে যাবে৷ বাইরে থেকে এটা দারুণ মনে হলেও ব্যক্তিগতভাবে আমার কাছে এটার কোনও মানে নেই৷’