ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের শেষ টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন এই পেসার।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই জশপ্রীত বুমরা। শনিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের শেষ টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই ডানহাতি ভারতীয় পেসার।
আগামী ৪ মার্চ থেকে আমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে সিরিজের চতুর্থ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র পেতে হলে এই ম্যাচে ন্যূনতম ড্র করলেই চলবে টিম ইন্ডিয়ার। এই টেস্ট ড্র হলে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নেবে কোহলি অ্যান্ড কোং।
ব্যক্তিগত কারণের কথা বলে বোর্ডের কাছে এই ম্যাচ থেকে ছুটি আবেদন জানিয়েছিলেন বুমরা। তাঁর এই অনুরোধে সারা দিয়েছেন বিসিসিআই। এদিন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে যাতে ওকে দলে না রাখা হয়, তার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল বুমরা। সেই আবেদন মেনে ওকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে চতুর্থ টেস্টে ওকে পাওয়া যাবে না। শেষ টেস্টের জন্য ভারতীয় দলে নতুন করে কাওকে নেওয়া হচ্ছে না।’
বুমরার এই ব্যক্তিগত কারণ সম্পর্কে কোনও তথ্য না পাওয়া গেলেও, খবরের অন্দরমহলে কিন্তু শুরু হয়ে গিয়েছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছে বুমরা। আর সেই কারণে না কি ছুটি নিয়েছেন তিনি। নতুন জীবনে পা রাখার জন্যই না কি ক্রিকেট থেকে কিছু দিন সরে দাঁড়ালেন ভারতীয় দলের এই স্পিডস্টার। তবে পাত্রী কে বা বিয়ের দিনক্ষণ সম্পর্কে কোনও কিছুই সঠিক ভাবে জানাতে পারছেন না কেউ।