জম্মু এবং কাশ্মীরকে ৮২ রানে হারাল অরুণ লালের দল।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
মাত্র এক রান দূরে থমকে গেলেন অভিমন্যু ঈশ্বরণ। আট ধাপ দূরের দাঁড়িয়ে থাকলেন অনুষ্টুপ মজুমদারও। তবে ছন্দ ফিরল বাংলার ব্যাটিং লাইনআপ। যার সুবাদে বিজয় হাজারেতে জম্মু এবং কাশ্মীরকে ৮২ রানে হারাল অরুণ লালের দল।
শনিবার গ্রুপ ই-তে প্রতিযোগিতায় নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল বাংলা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর টানা দুই ম্যাচ হেরে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল বঙ্গ শিবির। এদিন কিছুটা হলেও হারানো আত্মবিশ্বাস ফিরে পেলেন বাংলার ক্রিকেটাররা।
এদিন টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠান জম্মু এবং কাশ্মীরের অধিনায়ক পারভেজ রসুল। প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন লালজি। শ্রীবৎস গোস্বামীকে সুযোগ না দেওয়ায় অভিমন্যুর সঙ্গে ওপেন করতে নামেন অভিষেক রামন। তবে তিনি ব্যর্থ। মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। একমাত্র রামন ছাড়া সকলেই বড় রানের দেখা পেয়েছেন এই ম্যাচে।
তিন নম্বরে নামা ঋত্বিক চৌধুরি (৬২ বলে ৫৫) সঙ্গ দেন অভিমন্যুর। এরপর অনুষ্টুপের সঙ্গে জুটি বেঁধে দলকে ২০০-র গণ্ডি টপকে দেন তিনি। ১০৫ বলের মোকাবিলা করে ৯৯ রানে সাজঘরে ফেরেন অভিমন্যু। কাইফ আহমেদ ২৭ বল খেলে ঝোড়ো ৪২ রানের ইনিংস উপহার দেন। তবে বঙ্গ অধিনায়ক এবং শাহবাজ আহমেদের জুটি আর ভাঙতে পারেননি বিপক্ষ বোলাররা।
৮৪ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন অভিজ্ঞ অনুষ্টুপ। অন্যদিকে, মাত্র ১৭ বলে মারকুটে ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শাহবাজ। মূলত কাইফ-শাহবাজের ঝড়েই বেসামাল হয়ে পড়ে পারভেজের অ্যান্ড কোং। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রানের বিশাল স্কোর খাড়া করে বাংলা।
ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে যায় জম্মু এবং কাশ্মীর। অধিনায়ক পারভেজ রসুল ৪২ বলে ৫০ রান করেন। এছাড়া আবিদ মুস্তাক (৬৮) বড় রানের দেখা পেয়েছেন। বাংলার হয়ে অর্ণব নন্দী চারটি উইকেট নেন। মুকেশ কুমার নেন দুই উইকেট। ঈশান পোড়েল এবং শাহবাজের ঝুলিতে আসে একটি করে উইকেট।
এই জয়ের ফলে অঙ্কের বিচারে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা টিকে থাকল বাংলার। আগামী ১ মার্চ ইডেনে হরিয়ানার মুখোমুখি হবে বঙ্গ ব্রিগেড।