তিন নম্বরে অশ্বিন
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান। টেস্ট কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন রোহিত শর্মা। ছয় ধাপ উঠে এক লাফে প্রথম দশে নিজের জায়গা করে নিলেন তিনি।
আইসিসির সদ্য প্রকাশিত তালিকায় টেস্টে পুরুষদের ব্যাটিংয়ে আট নম্বরে অবস্থান করছেন রোহিত। অস্ট্রেলিয়া সফরে সিরিজের মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এই মুম্বইকর। সেখানেও ব্যাট হাতে ওপেন করতে নেমে দলে নিজের প্রয়োজনীয়তার জানান দিয়েছিলেন রোহিত। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ ছন্দে রয়েছেন ডানহাতি ওপেনার। তারই পুরস্কার পেলেন রোহিত।
এর আগেও অবশ্য প্রথম দশে ঠাঁই পেয়েছিলেন হিটম্যান। ২০১৯ সালের অক্টোবরে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দশে ছিলেন তিনি। এতদিন পর্যন্ত সেটিই ছিল রোহিতের কেরিয়ার সেরা টেস্ট র্যাঙ্কিং।
বোলারদের তালিকায় চার ধাপ উন্নীত হয়ে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন তৃতীয় স্থানে। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলেরও র্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। মোতেরায় ১১ উইকেট দখল করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়াও ৩০ ধাপ উঠে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৮তম স্থানটি দখল করেছেন ২৭ বছর বয়সী গুজরাতের এই ক্রিকেটার।