• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিজয় হাজারে ট্রফিঃ শেষ ম্যাচেও হার বাংলার

হরিয়ানার বিরুদ্ধে পাঁচ উইকেটে হারলেন অনুষ্টুপরা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

যে তিমিরে ছিল, সেখানেই পড়ে রয়েছে বাংলার ক্রিকেট। প্রতিপক্ষের একটু কড়া ‍‘ট্যাকল’ সামলাতে হিমশিম খাচ্ছেন অরুণ লালের শিষ্যরা। মুস্তাক আলি থেকে বিজয় হাজারে, প্রতিযোগিতায় ফরম্যাট বদলালেও, বাইশগজে বঙ্গ সন্তানদের ‍‘ধারাবাহিকতা’ একই রকম রয়ে গিয়েছে।

হার দিয়ে বিজয় হাজারে ট্রফি শেষ করল বাংলা। রাহুল তেওয়াটিয়া, যজুবেন্দ্র চাহাল, মোহিত শর্মার মতো তারকাদের ছাড়াই সোমবার ইডেনে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নেমেছিল হরিয়ানা। তবুও এঁটে উঠল না লালজির দল। ব্যাটিং বিপর্যের মুখে পড়ে ৫ উইকেট হারল বাংলা।

এদিন টসে জিতে বঙ্গ ব্রিগেডকে প্রথমে ব্যাট করতে পাঠায় হরিয়ানা। ৪৫.১ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় বাংলার ইনিংস। বাংলার জার্সিতে প্রথমবার ব্যাট করতে নেমে অর্ধশতরান হাঁকান উইকেটকিপার শুভঙ্কর বাল। ৬৭ বলে করা তাঁর ৫৪ রানই দলের সর্বোচ্চ। এছাড়া অধিনায়ক অনুষ্টুপ মজুমদার (৩১) এবং অর্ণব নন্দী (৩০) তিরিশের গণ্ডি টপকেছেন।

৪৩.৩ ওভারে ৫ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হরিয়ানা। দুই ওপেনার চৈতন্য বিষ্ণই (৫৭) এবং শুভম রোহিল্লা (৫০) দাপটের সঙ্গে ব্যাট করেন। বাংলার হয়ে শাহবাজ আহমেদ তিনটি উইকেট দখল করেন।

এই ম্যাচ জিতেও গ্রুপ ই-তে সবার নীচে শেষ করল হরিয়ানা। তার ঠিক উপরেই রয়েছে বাংলা। দুটি দলই পাঁচটি করে ম্যাচ খেলে মাত্র দুটিতে জয়ের দেখা পেয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top