কেন্দ্র নির্বাচন নিয়ে অসন্তুষ্ট পাঞ্জাব এবং রাজস্থানও
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কফের করোনার প্রকোপ বাড়ছে মুম্বইয়ে। তবুও আইপিএল ২০২১-এর সম্ভাব্য কেন্দ্রগুলির তালিকায় রয়েছে তারা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তালিকা থেকে বাদ পড়েছে হায়দরাবাদ। যা নিয়ে সরব হয়েছেন তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও। এই নিয়ে বিসিসিআই-কে খোলা চিঠিও দিয়েছেন তিনি। এবার তাঁর সঙ্গেই গলা মেলালেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ আজহারউদ্দিন। টুইটারে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, “কে টি রামা রাওয়ের বক্তব্যকে আমি সম্পূর্ণভাবে সমর্থন করি। বিসিসিআই যেভাবে চাইছে সেভাবে জৈব সুরক্ষাবলয় তৈরি করে, সে বলয় বজায় রেখে আইপিএল ম্যাচ আয়োজন করতে সক্ষম হায়দরাবাদ।“
প্রসঙ্গত, আসন্ন আইপিএল কোন কোন কেন্দ্রে আয়োজন করা হবে তা নিয়ে এখনও সরকারীভাবে কিছু জানায়নি ভারতীয় বোর্ড। তবে ওয়াকিবহাল মহলের মত, জৈব সুরক্ষাবলয় নিশ্চিত করতে এবার কেন্দ্রের সংখ্যা কমাতে চলেছে বিসিসিআই। যেখানে ভেসে আসছে মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ এবং দিল্লির নাম। যা নিয়ে অখুশি বোর্ডকর্তাদের একাংশও। কারণ, ইংল্যান্ড সিরিজে দু’টি করে টেস্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে চেন্নাই এবং আহমেদাবাদ। পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পাঁচটি ম্যাচও খেলা হবে আহমেদাবাদে। যা বোর্ডসচিব জয় শাহের নিজের শহর। আইপিএলে আহমেদাবাদের নিজস্ব দলও খেলছে না। অথচ সেই আহমেদাবাদই বিবেচিত হচ্ছে সম্ভাব্য কেন্দ্র হিসাবে। যা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বোর্ডের একাংশ।
এরই মধ্যে মুম্বইতে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ। চেন্নাইতে গত কয়েকবছর ধরেই তিনটি স্ট্যান্ড সম্পূর্ণ ফাঁকা রেখে খেলা হচ্ছে স্থানীয় প্রশাসন এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে বিবাদের জেরে। এমন দু’টি কেন্দ্র যদি আইপিএল ম্যাচ আয়োজনের জন্য বিবেচিত হয় তবে হায়দরাবাদ কেন নয়? প্রশ্ন তুলছেন নিজামের শহরের ক্রিকেটপ্রেমীরা।
শুধু হায়দরাবাদই নয়, কেন্দ্র নির্বাচন নিয়ে ক্ষুব্ধ পাঞ্জাব এবং রাজস্থানও। ফ্র্যাঞ্চাইজি কর্তাদের মত, এভাবে কেন্দ্র নির্বাচন করলে ঘরের মাঠে খেলার সুযোগই পাবে না কিংস ইলেভেন পাঞ্জাব, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। যা আইপিএল ট্রফির দৌড়ে তাদের অনেকটাই পিছিয়ে দেবে। শোনা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বোর্ডের সিইও হেমাঙ্গ আমিনের কাছে আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি কর্তারা।