অর্থের কাছে হেরে যাচ্ছে ক্রিকেট, মত প্রোটিয়া পেসারের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কইতিহাসে নজরকাড়া পারফরম্যান্স করতে ব্যর্থ ডেল স্টেইন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়েই ভারতের বিনোদনমূলক ক্রিকেটে অংশ নিয়েছেন তিনি। কিন্তু কার্যত সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিডস্টার।
আসন্ন আইপিএলে তো আগেভাগেই খেলবেন না বলে জানিয়েছেন স্টেইনগান। তবে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তিনি। প্রোটিয়া তারকার মতে, অর্থের ঝনঝানিতে নাকি ক্রিকেকটাকেই ভুলতে বসেছে আইপিএল।
অতীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত লায়ন্সের মতো ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে আইপিএল খেলেছেন স্টেইন। বর্তমানে তিনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগ খেলতে ব্যস্ত।
ডেল স্টেইনের মতে, আইপিএলের থেকে পিএসএল বা লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ক্রিকেটারদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি মনে করি ক্রিকেটার হিসাবে অন্যান্য লিগগুলিতে খেলা অনেক বেশি কার্যকরী। যখন তুমি আইপিএল খেলতে যাবে, দেখবে বিশাল একটা স্কোয়াড, বড় বড় সব নামের আধিক্য, সেইসঙ্গে বিপুল পরিমাণের অর্থ। যার জেরে অনেকে ক্রিকেটাকেই ভুলে যায়। কিন্তু পিএসএল বা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণ করার অনেক বড় মঞ্চ।’
এখানেই থেমে থাকেননি দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার। নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘আপনি যখন আইপিএল ছাড়া অন্যান্য লিগগুলিতে খেলতে যাবেন, সেখানে ক্রিকেটের একটা আলাদা গুরুত্ব দেখতে পাবেন। আমি এখানে (পিএসএল খেলতে) এসেছি মাত্র কয়েকদিন হয়েছে। এরই মধ্যে আমার রুমে কেউ না কেউ সবসময় থাকে। সবাই জানতে চায় খেলার ব্যাপারে, আমি কোথায় খেলেছি, কীভাবে এতদূর এসেছি।’
এই প্রসঙ্গে আইপিএলের সঙ্গে তুলনা টেনে স্টেইন বলেন, ‘অথচ আমি যখন আইপিএলে যাই, তখন এই জিনিসগুলি বেমালুম হারিয়ে যায়। তখন মূল বিষয় হয়ে যায় আইপিএল থেকে আমি কত টাকা পাচ্ছি? সত্যি বলছি, আমি এসব থেকে দূরে থাকতে চেয়েছি। সেই জন্যই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছি এবং অন্য কোথাও খেলার কথা ভেবেছি যেখানে ক্রিকেটের ভালো পরিবেশ আছে।’