হ্যাটট্রিকের পরের ওভারেই চূড়ান্ত লজ্জায় পড়লেন আকিলা ধনঞ্জয়
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কনায়ক থেকে খলনায়ক হয়ে উঠতে সময় লাগল মাত্র ছ'বল। হ্যাটট্রিক করা পরের ওভারেই ছ’টি ছয় হজম করে দলকে ডোবালেন শ্রীলঙ্কার অফ-স্পিনার আকিলা ধনঞ্জয়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে লুইস, গেল এবং পুরানের উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের মাঠে সিরিজের প্রথম টি-২০ জয়ের স্বপ্ন দেখানো শুরু করেছিলেন ধনঞ্জয়।
ম্যাচ উইনারের সম্ভাব্য দাবিদার-ই কী না এক ওভারের ব্যবধানে হয়ে গেলেন ম্যাচ হারের প্রধান কারণ। ধনঞ্জয়’কে টার্গেট বানিয়ে ফেলেন ক্যারিবিয়ান অধিনায়ক কিরন পোলার্ড। এক ওভারের ব্যবধানে ধনঞ্জয় অ্যাটাকে ফিরতেই হার্সেল গিবস, যুবরাজ সিং-এর পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছ’টি ছয় মারার নজির গড়লেন পোলার্ড। টি-২০’তে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন এই নজির। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের ওভারে ছ’টি ছয় হাঁকিয়েছিলেন যুবরাজ সিং।উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচটিতে জয়ের আশা তৈরি হলেও শেষ পর্যন্ত উইকেটে হেরে যায় শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে ৯ উইকেটের বিনিময়ে ১৩১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে পরের পর উইকেট হারালেও পোলার্ডের ১১ বলে ৩৮ রানের ইনিংস ম্যাচকে এক পেশে করে দেয়। ৬.৫ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।