• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

৯ এপ্রিল শুরু আইপিএল

কলকাতা পেল দশটি ম্যাচ।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বহু প্রতিক্ষার পর অবশেষে হাসি ফুটল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখে। রবিবার আইপিএলের সূচি প্রকাশ করল বিসিসিআই। প্রত্যাশামতোই হায়দরাবাদ, পঞ্জাব এবং রাজস্থানে এবার আইপিএলের কোনও ম্যাচ আয়োজিত হবে না।
কলকাতার ইডেন গার্ডেন্সে দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু সবাইকে নিরপেক্ষ ভেনুতে খেলতে হবে বলে কলকাতা নাইট রাইডার্সের কোনও ম্যাচই নন্দনকাননে হবে না। আগামী ৯ এপ্রিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ছে ২০২১ আইপিএলের। ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। ১১ এপ্রিল চেন্নাইয়ে কেকেআর তাদের প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
প্রথম ২০টি ম্যাচ আয়োজিত হবে চেন্নাই এবং মুম্বইয়ে। পরের ১৬টি ম্যাচ আয়োজন করবে আমেদাবাদ এবং দিল্লি। এরপর নকআউটে আগে পর্যন্ত অর্থাৎ গ্রুপের বাকি ২০টি ম্যাচ আয়োজিত হবে বেঙ্গালুরু এবং কলকাতায়।
দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমেদাবাদের মোতেরায় নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ৩০ মে ফাইনাল দিয়ে শেষ হবে আইপিএল। প্রায় দুই বছর পর ঘরের মাঠে আইপিএল আয়োজিত হতে চলেছে। ২০১৯ সালে শেষবার দেশের মাটিতে হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট।
গত বছর করোনার দাপটে ক্রোড়পতি লিগ আয়োজিত হয়েছিল দুবাইয়ে। তবে দেশের মাটিতে আইপিএল ফিরলেও, মাঠে দর্শক ফেরার অনুমতি মিলবে কি না, তা নিয়ে এখনও সন্দিহান ক্রিকেটপ্রেমীরা।

     

বিজ্ঞাপন

Goto Top