• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

লড়েও হার শচীনদের

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ছ'রানে জিতল ইংল্যান্ড

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শেষ দু'ওভারে প্রয়োজন ছিল ৩৮ রান। সেখান থেকে লক্ষ্যকে শেষ তিন বলে ন'রানে নামিয়ে এনেছিলেন ইরফান পাঠান এবং মনপ্রীত গোনি। কিন্তু শেষরক্ষা হল না। শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে ছ'রানে হার হজম করতে হল শচীন তেন্ডুলকর অ্যান্ড কোং-কে। প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১৮৮ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে সাত উইকেটে ১৮২ রানের বেশি তুলতে পারেনি ভারত।

শচীনদের ইনিংস অবশ্য এতদূর এগোনোর কথাই ছিল না। ৫৬ রানের মধ্যে পড়ে গিয়েছিল পাঁচ উইকেট। বীরেন্দ্র শেহবাগ (৬), শচীন (৯), মহম্মদ কাইফ (১), যুবরাজ সিংরা (২২) কেউ বড় রান পাননি। ইরফান (৩৪ বলে ৬১ অপরাজিত) এবং গোনি (১৬ বলে ৩৫ অপরাজিত) আপ্রাণ চেষ্টা চালালেও লক্ষ্য পৌঁছাতে পারেননি।

ইংল্যান্ডের পক্ষে ১৫ রানে তিন উইকেট নিয়েছেন মন্টি পানেসর। ব্যাট হাতে সফল অধিনায়ক কেভিন পিটারসেন (৩৭ বলে ৭৫ রান)।

     

বিজ্ঞাপন

Goto Top