• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জঘন্য ব্যাটিং, লজ্জার হার কোহলিদের

লড়লেন শুধু শ্রেয়স; আট উইকেটে জিতে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

টেস্ট সিরিজের মধুচন্দ্রিমা শেষ। আর তারপরেই ফের ছন্দপতন। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতকে আট উইকেটে দুরমুশ করল ইংল্যান্ড। যার নেপথ্যে থাকল টিম ইন্ডিয়ার জঘন্য ব্যাটিং। শুক্রবার আহমেদাবাদে প্রথমে ব্যাট করে সাত উইকেটে ১২৪ রান তুলেছিল ভারত। জবাবে ২৭ বল বাকি থাকতেই দু’;উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল ইয়ন মর্গ্যানের দল।

টেস্ট সিরিজের শেষ দু’ম্যাচে আলচনার কেন্দ্রে ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ২২ গজ। যেখানে লাট্টুর মতো ঘুরছিল বল। কিন্তু টি-২০ সিরিজে সেই স্পিন-জুজু উধাও। বল পড়ে ব্যাটে আসছে। স্ট্রোকপ্লেয়ারদের স্বর্গ। অথচ সেই পিচেই রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হল। দীর্ঘদিন বাদে দলে ফিরে যথেষ্ট আড়ষ্ট ছিলেন কে এল রাহুল এবং শিখর ধাওয়ান। দৃষ্টিকটূ ফুটওয়ার্কের মাশুল দিয়ে আউট হলেন রাহুল (১)। শিখর (৪) ফিরলেন ভুল শট বাছাই করে। এঁদের দু’জনের মাঝে যিনি এলেন এবং গেলেন তাঁর নাম বিরাট কোহলি (০)। লাগামছাড়া আত্মবিশ্বাসের ছাপ ইদানীং যাঁর ব্যাটিং-এ প্রকট হয়ে উঠেছে। বরং টেস্ট সিরিজের ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল ঋষভ পন্থের ব্যাটে। কিন্তু যে সময় তাঁর ক্রিজে জমে যাওয়ার কথা সেই সময়ই আউট হলেন ঋষভ (২১)।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সবচেয়ে কার্যকরী ইনিংস খেলে গেলেন শ্রেয়স আইয়ার। ফুটওয়ার্ক এবং শট বাছাই, এই দুইয়ের উপর ভর করেই করে গেলেন ৪৮ বলে ৬৭ রান। হার্দিক পাণ্ড্য (১৯) বাদে উল্টোদিকে কেউই শ্রেয়সকে সঙ্গ দিতে পারেননি। পাওয়ার প্লে-তে ২২/৩, প্রথম ১০ ওভারে ৪৮/৪ হয়ে যাওয়ার পরেও যে শেষ ১০ ওভারে ভারত ৭৬ রান তুলতে পারল তার মূল কাণ্ডারী শ্রেয়সই।

বিরাট ভেবেছিলেন, টেস্ট সিরিজের ছকেই স্পিন দিয়ে বাজিমাত করতে পারবেন। কিন্তু সে গুড়ে বালি। বরং পাওয়ার প্লে-তেই ৫০ রান তুলে দিয়ে ম্যাচ কার্যত শেষ করে দিলেন জেসন রয় এবং জস বাটলার। টেস্ট সিরিজের নায়ক অক্ষর পটেল তিন ওভারে দিলেন ২৪ রান। যুজবেন্দ্র চাহল একটি উইকেট নিলেও খরচ করলেন ৪৪ রান। প্রথম উইকেটে আট ওভারে ৭২ রান তুলে ইংল্যান্ডকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন রয়-বাটলার। স্বল্প ব্যবধানে বাটলার (২৮) এবং রয় (৪৯) আউট হলেও শেষ কাজটুকু সারতে সমস্যায় পড়েননি দাউইদ মালান (২৪ অপরাজিত) এবং জনি বেয়ারস্টো (২৬ অপরাজিত)।

চলতি বছরের শেষেই ভারতে টি-২০ বিশ্বকাপ। তার আগে সব দলই চাইছে টি-২০ সিরিজগুলিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিতে। তবে বছরের প্রথম টি-২০ ম্যাচে শুরুটা যেরকম হল তা নিঃসন্দেহে চিন্তায় রাখবে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে।

     

বিজ্ঞাপন

Goto Top