টি-২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট আরসিবি-র লেগস্পিনারের নামে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি যজুবেন্দ্র চাহাল। উলটে ভারতীয় বোলারদের মধ্যে তিনিই সবথেকে বেশি রান খরচ করেছেন। পরিবর্তে তুলেছেন শুধুমাত্র জশ বাটলারের উইকেটটি। আর এতেই বিশাল ইতিহাস গড়ে ফেলেছেন এই লেগস্পিনার।
ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে এখন সবথেকে বেশি উইকেটে মালিক চাহাল। সতীর্থ পেসার জসপ্রীত বুমরাকে টপকে সিংহাসন দখল করলেন তিনি। বাটলারের উইকেটটি ছিল চাহালের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ৬০তম শিকার। ৪৬ ম্যাচ খেলে এই উইকেট সংখ্যায় পৌঁছেলেন ৩০ বছর বয়সী স্পিনার।
৫০ ম্যাচে ৫৯টি উইকেট দখল করে এতদিন টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন বুমরা। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে আপাতত চাহালকে টপকে যাওয়ার কোনও সুযোগ নেই ডানহাতি পেসারের সামনে। সিরিজে এখনও চার ম্যাচ বাকি। নিজের সুনাম অনুযায়ী বাকি ম্যাচগুলিতে পারফর্ম করতে পারলে চাহাল যে বুমরার থেকে অনেকটাই এগিয়ে যাবেন, তা অনুমেয়।
এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সঙ্গে সঙ্গে আরও একটি মাইলফলক স্পর্শ করেন হরিয়ানার এই ক্রিকেটার। ওডিআই এবং টি-টোয়েন্টি মিলিয়ে চাহালের শততম ম্যাচ ছিল সেটি। তবে নিজের সেঞ্চুরি ম্যাচ মোটেও স্মরণীয় করে রাখতে পারেননি তিনি।