• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সমতা ফেরানোই চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার

ফিরতে পারেন রোহিত; দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রত্যাবর্তনের অপর নাম টিম ইন্ডিয়া। শেষ দুটি টেস্ট সিরিজের পর এমনটা বলাই যেতেই পারে। তবে এবার যুদ্ধের মঞ্চটা একটু ভিন্ন। গোলাপি বা লাল বলের লড়াই ছেড়ে এখন চার-ছক্কার মহড়ায় মেতেছে ভারত। রণক্ষেত্রের পরিকাঠামো আলাদা হলেও, প্রতিদ্বন্দ্বিতার অস্ত্র তো সেই একই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির আঙিনায় আবারও কী রূপকথার সেই কামব্যাকের ইতিহাস লিখবে বিরাট ব্রিগেড? উত্তরটা তোলা থাক সময়ের জন্যই।
তবে প্রত্যাবর্তনের লড়াইটা শুরু হবে রবিবার থেকেই। কুড়ি-বিশের যুদ্ধে ফের মুখোমুখি যুযুধান দুই প্রতিপক্ষ। বিশ্বের এক এবং নম্বর দলের লড়াই। প্রথম ম্যাচে বিরাট কোহলি অ্যান্ড কোংকে হারিয়ে টি-টোয়েন্টিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ইংরেজরা। এবার বিরাটদের পালা। ক্রিকেট বিশ্বের চোখে আঙুল দিয়ে হার্দিক পান্ডিয়া-যজুবেন্দ্র চাহালরা দেখিয়ে দিতে চান, মর্গ্যান বাহিনীর থেকে কোনও অংশে পিছিয়ে নেই তাঁরা।
রবিবাসরীয় সন্ধ্যায় মোতেরার নবনির্মিত স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে সহজেই তুলে নিয়েছে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ইংরেজরা। স্বাভাবিক ভাবেই, সিরিজে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছে তাঁরা। এই ম্যাচে উইনিং কম্বিনেশন নিশ্চয় ভাঙতে চাইবে না ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
টিম ইন্ডিয়ার সমস্যাটাা এখানেই প্রকট হয়ে উঠেছে। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই মহড়া হিসাবে ইংল্যান্ড সিরিজকে দেখছেন রবি শাস্ত্রী। এই সিরিজ থেকেই বিশ্বকাপের টিম কম্বিনেশন খুঁজে নিতে চান তিনি। কিন্তু তার জন্য কি রোহিত শর্মাকে ‍‘বলির পাঁঠা’ করার খুব প্রয়োজন ছিল? প্রশ্ন উঠেছে সব মহলেই। প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ফলাও করে অধিনায়ক বিরাট জানিয়েছিলেন, লোকেশ রাহুলের সঙ্গে রোহিতই ওপেন করতে নামবেন। আদতে তা হয়নি। রিজার্ভ বেঞ্চে বসে কাটাতে হয় সহ অধিনায়ককে। রাহুলের সঙ্গে ভারতীয় ইনিংসের সূচনা করেছিলেন শিখর ধাওয়ান। লাভও কিছু হয়নি। দুই ওপেনারই চূড়ান্ত ব্যর্থ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে কি তাহলে প্রথম একাদশে ফিরছেন হিটম্যান? লাখ টাকার প্রশ্ন। কারণ, যে দলে ম্যাচে চব্বিশ ঘণ্টা আগে অধিনায়ক স্বয়ং জানেন না ঠিক কী হতে চলেছে প্রথম একাদশ। সেখানে আমজনতা তো কোন ছাড়! তাই ভারতের সেরা একাদশ কী বা কোন দল নিয়ে মাঠে নামবেন বিরাট, তা নিয়ে অতি বড় বাজিগরও দর হাঁকাবার আগে দু’বার ভাববেন।
রোহিত ফিরলে নিশ্চিত ভাবে রাহুল অথবা ধাওয়ানের ওপর কোপ পড়বে। এছাড়া শার্দুল ঠাকুরের পরিবর্তে দীপক চাহার বা নবদীপ সাইনিকে দেখা যেতে পারে প্রথম একাদশে। যজুবেন্দ্র চাহাল প্রথম ম্যাচে নজর কাড়তে ব্যর্থ। তবুও রাহুল চাহারের পরিবর্তে স্পিনার হিসাবে তাঁর ওপরই হয়তো ভরসা রাখবে দল। সূর্যকুমার যাদব বা ঈশান কিষাণের এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।
পাঁচ ম্যাচের সিরিজে এই মহূর্তে ১-০’তে পিছিয়ে মেন ইন ব্লু। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোয় এখন ভারতের একমাত্র লক্ষ্য। রবিবারের মোতেরায় ঠিক কী অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার জন্য, সেটাই এখন দেখার।

     

বিজ্ঞাপন

Goto Top