• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুরন্ত শচীন, বিধ্বংসী যুবি, প্রোটিয়াদের হারাল ভারত

ব্যাটে-বলে সফল ইউসুফ পাঠান

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুটজোড়া তুলে রেখেছেন সাত বছর আগে। কিন্তু ব্যাটকে এখনও কথা বলাতে পারেন আগের মতো করেই। রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে সেটাই আরও একবার দেখিয়ে দিলেন শচীন তেন্ডুলকর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেন ৩৭ বলে ৬০ রানের ঝকঝকে ইনিংস। গুরুর দেখাদেখি জ্বলে উঠলেন এসআরটি-র ভাবশিষ্য যুবরাজ সিংও। যাঁর ব্যাট থেকে বেরোল ২২ বলে ৫২ রানের মারকাটারি ইনিংস। শচীন-যুবির ব্যাটে ভর করেই এদিন তিন উইকেটে ২০৪ রান তুলেছিল ভারত। জবাবে সাত উইকেটে ১৪৮ রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা।

বীরেন্দ্র শেহবাগ (৬) রান না পেলেও শচীন, যুবি, সুব্রমনিয়ম বদ্রীনাথ (৩৪ বলে ৪২), ইউসুফ পাঠানরা (১০ বলে ২৩) দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। প্রথম উইকেটে ৬৪ বলে ৮৭ রান যোগ করে প্রোটিয়াদের শক্ত ভিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন অ্যান্ড্রু পুটিক (৪১) এবং মর্নি ভ্যান উইক (৪৮)। কিন্তু ইউসুফ (৩/২৩), যুবির (২/১৮) বোলিং তাদের জয়ের ধারেকাছেও ঘেঁষতে দেননি।

     

বিজ্ঞাপন

Goto Top