রানে ফিরলেন বিরাট কোহলিও; আন্তর্জাতিক টি-২০ ম্যাচে প্রথম ক্রিকেটার হিসাবে তিন হাজার রানের মাইলস্টোন ছুঁলেন ভারত অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কজাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ। আর নিজের প্রথম বল যখন খেলতে যাচ্ছেন তখন স্কোরবোর্ডে এক ওভার শেষে এক উইকেটে শূন্য। যে কোনও নবাগত ক্রিকেটারের পক্ষে নিঃসন্দেহে কঠিন পরিস্থিতি। কিন্তু ঈশান কিষাণ অন্য ধাতুতে গড়া। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের খেলা প্রথম বলই দর্শনীয় গ্লান্সে বাউন্ডারিতে পাঠালেন। আর সেখান থেকেই শুরু তাঁর স্ট্রোকের আতসবাজি। অকুতোভয় ড্রাইভ। আক্রমণাত্মক পুল। ঝাড়খণ্ড, মুম্বই ইন্ডিয়ান্সের পর এবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে। ৩২ বলে ৫৬ রানের নজরকাড়া ইনিংস। পাশে মানানসই অধিনায়ক বিরাট কোহলিও। গত পাঁচ ইনিংসে তিন বার শূন্য রানে ফিরেছিলেন ভারত অধিনায়ক। যা নিয়ে জোরদার আলোচনায় চলছিল বিশেষজ্ঞ মহলে। কিন্তু এদিন ভাগ্যের সামান্য সহযোগিতাকে কাজে লাগিয়ে ঝেড়ে ফেললেন যাবতীয় ব্যর্থতা। তাঁর ব্যাট থেকেও এল ৪৯ বলে ৭৩ রানের দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংস। তাঁর পূর্বসূরির স্টাইলেই ম্যাচ জেতালেন হক্কা হাঁকিয়ে। একইসঙ্গে প্রথম ক্রিকেটার হিসাবে টি-২০ আন্তর্জাতিকে তিন হাজার রানের গণ্ডি পেরোলেন ভারত অধিনায়ক। নিট ফল, ইংল্যান্ডকে সাত উইকেটে পর্যুদস্ত করে সিরিজে সমতা ফেরাল ‘মেন ইন ব্লু’। রবিবার প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ১৬৪ রান তুলেছিল ইয়ন মর্গ্যানের দল। জবাবে ১৩ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ আপাতত ১-১।
ম্যাচের শুরুতেই এদিন ভারতের দল বাছাই নিয়ে সমালোচনায় মুখর ছিলেন প্রাক্তনরা। শিখর ধাওয়ান এবং অক্ষর পটেলের বদলে দলে এসেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই অভিষেককারী – ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদব। কিন্তু অক্ষর না থাকার ফলে দলে বোলার ছিলেন ঠিক পাঁচজনই। অর্থাৎ, একজন বোলার ব্যর্থ হলে প্ল্যান ‘বি’ কি হতে পারে তা নিয়ে কোনও ধারণাই পাওয়া যাচ্ছিল না। কিন্তু টস থেকে এদিন ভাগ্য বিরাটকে সঙ্গ দিয়েছে ম্যাচের শেষ বল পর্যন্ত। ম্যাচের তৃতীয় বলেই প্যাভিলিয়নে জস বাটলার (০)। দাউইদ মালান (২৩ বলে ২৪), জনি বেয়ারস্টো (১৫ বলে ২০), বেন স্টোকস (২১ বলে ২৪), মর্গ্যানরা (২০ বলে ২৮) ভালো শুরু করলেও বড় রান পাননি। তবে প্রত্যেকেই কার্যকরী জুটি গড়েছেন জেসন রয়ের সঙ্গে। আগের ম্যাচে ৪৯-এর পর এদিনও যিনি ৪৬ রান করে বেগ দিয়ে গেলেন ভারতীয় বোলারদের। দু’টি করে উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর (২/২৯) এবং শার্দুল ঠাকুর (২/২৯)। তবে এদিনও ভারতীর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মার হজম করতে হল যুজবেন্দ্র চাহলকে (১/৩৪)।
সিরিজে কে এল রাহুলের রাহুলের ব্যাটিং গড় আপাতত ০.৫। আগের ম্যাচে এক রানের পর এদিন আউট হলেন কোনও রান না করেই। গোদের উপর বিষফোঁড়ার মতো মেডেন দিলেন ইনিংসের প্রথম ওভার। কিন্তু দ্বিতীয় উইকেটে ন’ওভারে ৯৪ রান যোগ করে ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দেন ঈশান এবং বিরাট। চার নম্বরে নামা ঋষভ পন্থও খেলে যান ১৩ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস।
তবে এদিন বেশকিছু আলগা রান গলিয়েছেন ভারতীয় ফিল্ডাররা। যা মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলা তৃতীয় ম্যাচের আগে চিন্তায় রাখছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে।