• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই

ফাইনালেও মারকাটারি ইনিংস পৃথ্বীর; শতরানে ম্যাচের সেরা আদিত্য তারে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

‘তারে জমিন পর’। বছর কয়েক আগে আইপিএলে যখন মাঝমধ্যেই শিরোনামে উঠে আসছিলেন তিনি তখন তাঁকে নিয়ে ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বানিয়েছিলেন এই ট্যাগলাইনই। কিন্তু তারপর থেকেই আইপিএলের মঞ্চে ফিকে হয়ে যাচ্ছিলেন তিনি। তবে হাক্রিয়ে যে যাননি তা রবিবার বিজয় হাজারে ট্রফির ফাইনালে আরও একবার বুঝিয়ে দিলেন আদিত্য তারে। তাঁর ১০৭ বলে অপরাজিত ১১৮ রানে ভর করেই ট্রফি ঘরে তুলল মুম্বই। কাজে লাগল না বিপক্ষ ওপেনার মাধব কৌশিকের অপরাজিত ১৫৮ রানের ইনিংস। এদিন প্রথমে ব্যাট করে চার উইকেটে ৩১২ রান তুলেছিল উত্তরপ্রদেশ। জবাবে মাত্র ৪১.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই।

তবে তারের চেয়েও এদিন বেশি করে আলোচনায় এসেছে মুম্বই অধিনায়ক পৃথ্বী শ’-এর ইনিংস। চারটি শতরান হাঁকিয়েছিলেন এবারের প্রতিযোগিতায়। যার মধ্যে গ্রুপ লিগের ম্যাচে ২২৭ রান করেছিলেন পুদুচেরির বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে করেছিলেন যথাক্রমে ১৮৫ এবং ১৬৫ রান। আর ফাইনালে ৩১৩ তাড়া করতে গিয়ে মাত্র ৩৯ বলে ৭৩ রান করে গেলেন মুম্বই অধিনায়ক। যার মধ্যে রয়েছে ১০টি বাউন্ডারি এবং চারটি ছক্কা। সেখানেই ম্যাচ থেকে ছিটকে গেল উত্তরপ্রদেশ। মিডল অর্ডারে ২৮ বলে ৪২ রানের কার্যকরী ইনিংস খেলে নজর কেড়েছেন শিবম দুবেও।

     

বিজ্ঞাপন

Goto Top