মঙ্গলবার তৃতীয় টি-২০ ম্যাচ।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ম্যাচে ইংরেজদের বিরুদ্ধে আটকে যাওয়ার পর ভারতের টিম কম্বিনেশন নিযে প্রশ্ন উঠে গিয়েছিল। বিশেষ করে আচমকাই রোহিত শর্মাকে বসিয়ে ধাওয়ানকে খেলানো। বিরাটের এই সিদ্ধান্তে গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়েছিল।
কারণ প্রথম টি-২০ তে নামার আগেরদিনই সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন প্রথম ম্যাচে রাহুলের সঙ্গে রোহিত ওপেন করতে নামবেন। কিন্তু ম্যাচে তা দেখা যায়নি। দলেই রাখা হয়নি ‘হিটম্যান’কে। যা নিয়ে বিতর্ক চরমে ওঠে। ম্যাচ হারের পর আরও মাথা চাড়া দিয়ে ওঠে রোহিতের না থাকার বিষয়টি।
সেই বিতর্ককে পিছনে ফেলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে ভারত। দলে পরিবর্তন আনে টিম ম্যানেজমেন্ট। সুযোগ দেওয়া হয় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করা ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদবকে।
গত ম্যাচে সূর্যকুমার যাদব ব্যাটিং করার সুযোগ পাননি, তবে রাহুলের সঙ্গে ওপেন করার সুযোগ পেয়েছিলেন ঈশান। রাহুল রানের মুখ দেখতে না পারলেও অভিষেক ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেলেন ঈশান। শুধু তাই নয়, ম্যাচের সেরাও হয়েছেন তিনি। আপাতত এই সিরিজে তাঁর জায়গা পাকা।
শেষ ম্যাচে শুধুমাত্র ঈশান একাই নন, সেই সঙ্গে অধিনায়কোচিত ইনিংস খেলেন বিরাট। তাঁদের ব্যাটে ভর করেই কামব্যাক করে ভারত। দুই দলই একটি করে ম্যাচ জেতায় সিরিজ এখনও কারোর হয়নি। দুই দলের হাতেই রয়েছে তিনটি ম্যাচ। সিরিজ নিজেদের পকেটে তুলে নিতে দুই দলই ঝাঁপাবে।
তাই এই ম্যাচেও জয়ে ধারা অব্যাহত রাখতে চাইছে ভারত। সেই কারণে দলে খুব একটা পরিবর্তন হয়তো আনবে না টিম ম্যানেজমেন্ট। তবে রাহুলকে বসিয়ে অন্য কাউকে দেখে নিতে পারে ভারত। সেদিক থেকে দেখতে গেলে কে আসবেন ওপেন করতে। রোহিতকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েগেছে। তবে রোহিতকে দলে নেবেন কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে বিরাটের উপরেই। এখন এটাই দেখার বিষয়।তবে এই ম্যাচে ব্যাটিং অর্ডারের পরিবর্তন আনতে পারে টিম ম্যানেজমেন্ট। গত ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি সূর্যকুমার যাদব। তাঁকে হয়তো উপরের দিকে নিয়ে আসা হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির উপর।প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গত ম্যাচে ভারতের জঘন্য ফিল্ডিং নিয়ে উঠেছে প্রশ্ন। যা নিয়ে বেশ বিরক্তিতে বিরাট। এই ম্যাচেও যদি এই পরিস্থিতি হয়, তাহলে ফের সমস্যায় পড়বে ভারত সেটা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে ফিল্ডিংয়ে নজর দিচ্ছেন রবি শাস্ত্রীও।ইংল্যান্ড শিবিরের দিকে তাকালে দেখা যাবে, প্রথম ম্যাচ জিতে এমনিতেই এগিয়ে ছিলেন মরগ্যানরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে বিরাট-ঈশানদের কাছে আটকে যেতে হয়েছে। সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নতুন কোনও পরিকল্পনা নিয়ে ভারত বধে নামতে চাইছে ইংরেজরা। সেই প্রস্তুতিতেই এখন দিন-রাত এক আর্চারদের। দ্বিতীয় ম্যাচে আটকে যাওয়ার ফলে এই ম্যাচে দলে পরিবর্তন দেখা যেতে পারে। তবে ঘরের মাঠে বিরাটরা যে কতটা ভয়ঙ্কর সেটা ভালো করেই জানে মরগ্যানরা। তাই ভারতের জয়ের রথ এখনই থামাতে চায় ইংল্যান্ড।