করোনার কারণে মাঠে ঢোকা বন্ধ হল দর্শকদের।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কধীরে ধীরে চেনা ছন্দে ফিরছিল জনজীবন। করোনা অতিমারীর চোখ রাঙানি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল মানবজাতি। গোটা পৃথিবীর মতো ভারতেও ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরে আসছিল স্কুল-কলেজ, স্টেডিয়াম, মাল্টিপ্লেক্স-এর পরিচিত ছবি। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ-এ ফের কাঁপুনি ধরাচ্ছে। ইতিমধ্যেই দেশের বেশ কিছু জায়গায় চালু হয়েছে সম্পূর্ণ লকডাউন।
এ বার করোনার কারণে মাঠে ঢোকা বন্ধ হল দর্শকদের। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে পঞ্চাশ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিসিআই। কিন্তু মাস গড়াতে না গড়াতেই বদলে যাচ্ছে পুরো চিত্রটা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি টি-২০ ম্যাচগুলিতে দর্শকদের ছাড়াই খেলতে হবে বিরাট কোহলিদের। সোমবার গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিবৃতি জারি করে এই কথা জানায়। মঙ্গলবারের ম্যাচ ছাড়াও বৃহস্পতিবার ও শনিবার আরও দুটি টি-২০ ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। সমস্ত ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।গুজরাত ক্রিকেট অ্যাসোসিশনের পক্ষ থেকে সংস্থার সহ-সভাপতি ধনরাজ নাথওয়ানি জানিয়েছেন, করোনা ফের বাড়তে থাকায় কথা বলা হয় বিসিসিআই-এর সঙ্গে। এর পরই এই সিদ্ধান্ত জানানো হয় রাজ্য সংস্থার পক্ষ থেকে। অ্যাসোসিয়েনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা টিকিট কেটে ফেলেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে কয়েক দিনের মধ্যে।