সিরিজে ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কফের হার ভারতের। প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে কামব্যাক করে ভারত। কিন্তু সেই ধারা ধরে রাখতে পুরোপুরি ব্যর্থ বিরাটরা। এর জন্য দায়ী অবশ্যই টিম ম্যানেজমেন্ট।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। এদিনও ডাহা ফেল করেন লোকেশ রাহুল। ৪ বলে ০ রান করে ফিরে যান তিনি। গত ম্যাচে ওপেন করতে নামা ঈশান কিষাণকে এই ম্যাচে প্রথমে নামানোর প্রয়োজনই মনে করেনি টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, এই ম্যাচে মোটেই ভালো খেলতে পারেননি ঈশান। ৯ বলে মাত্র ৪ রান করে ফিরে যান। এমনকী রোহিতও বড় রান করতে ব্যর্থ হন। তিনিও ১৭ বলে ১৫ রান করে ফিরে যান। মাত্র ২৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
দলকে টেনে তুলতে সেই ভরসা ভারত অধিনায়কই। সেই মতো দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নেন বিরাট। ধীরে ধীরে রানের দিকে এগিয়ে যায় ভারত। তিনি একাই নিয়ে এগিয়ে যান। একটা সময় ভারতের পরিস্থিতি দেখে মনে হয়েছিল এই ম্যাচে খুব বেশি হলে একশো রান করবে ভারত। কিন্ত তা হয়নি একমাত্র বিরাটের জন্য।
দলকে নিজে একাই এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। বিরাট সমহিমায় ব্যাট করে যাচ্ছিলেন, কিন্তু তখনও উইকেট পড়ে যাচ্ছিল। যে কারণে নিজেই বেশি বল খেলার সিধান্ত নেন। সেই মতো দলকে নিয়ে বড় রানের টার্গেটের দিকে এগিয়ে যান তিনি।এদিন ভারতীয় দলের টপ অর্ডার পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছে। তার জন্য একমাত্র দায়ী বিরাট কোহলি এবং অবশ্যই টিম ম্যানেজমেন্ট। কারণ গত ম্যাচে ওপেন করতে নেমে দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন ঈশান। কিন্তু পরের ম্যাচেই তাঁকে নামতে হল তিনে। এটা যে কত বড় ভুল তার মাসুল গুনতে হল ভারতকে।গত ম্যাচের পর এই ম্যাচেও অর্ধশতরান করে গেলেন বিরাট। ৪৬৩ বলে ৭৭ রান করেন ভারত অধিনায়ক। অপরাজিত থাকেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৮ টি বাডন্ডারি এবং ৪ টি ওভার বাউন্ডারি। কুড়ি ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ভারত।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন জস বাটলার এবং জেসন রয়। টার্গেটের কথা মাথায় রেখে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ডরা। ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করে ইংল্যান্ড। তবে মাত্র ৯ রান করে চাহালের বলে ফিরে যান জেসন। প্রথম উইকেট পড়ে গেলেও মোটেই চাপে পড়ে যায়নি ইংল্যান্ড। দাউইদ মালান নামেন। তিনিও চালিয়ে খেলতে থাকেন। তবে বাটলার বড় রানের দিকে এগিয়ে যান। সেই সঙ্গে অর্ধশতরানও করে ফেলেন তিনি। শুধু তাই নয়, এখানেও বড় ভুল করে বসেন বিরাট। যেখানে মালান খেলছেন সেখানে সুন্দরকে বসিয়ে রেখে অন্য বোলারদের দিযে বল করিয়ে গেলেন তিনি। তবে বল হাতে পেতেই বিরাটের ভুল বুঝিয়ে দিলেন সুন্দর। মালানকে ১৭ বলে ১৮ রানে তুলে নেন সুন্দর। বড়সড় ঝটকা দেন তিনি। কিন্তু দলকে নিয়ে বেশ ভালোই এগিয়ে যেতে থাকেন বাটলার। এরই মধ্যে বেয়ারস্টোর ক্যাচ মিস করেন চাহাল। জয়ের জন্য অক্সিজেন পায় ইংল্যান্ড। শেষপর্যন্ত ১০ বল বাকি থাকতেই আট উইকেটে জয় পায় ইয়ন মর্গ্যান অ্যান্ড কোং। ৫২ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন বাটলার। জনি বেয়ারস্টো করেন ২৮ বলে ৪০ রান।
সিরিজের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার। সিরিজে টিকে থাকতে গেলে সেই ম্যাচ জিততেই হবে বিরাটদের।