বোলারদের ত্রাস কোহলি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে রান না পেলেও তার পরে পর পর দু’টো টি-টোয়েন্টিতেই সত্তরের উপরে রান করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার আমেদাবাদে বিরাট ব্যাটে রান পেলেও ৮ উইকেটে হারল ভারত। যার পরে
প্রাক্তন বারতীয় টেস্ট ক্রিকেটার ভি ভি এস লক্ষ্মণ বলছেন, ‘‘বিরাট কখনও একই ভুল বার বার করে না। ভুল থেকে শিক্ষা নেয় ও।’’ এর পরেই তিনি বলেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই রান তোলার জন্য তাড়াহুড়ো করে আদিল রশিদের বলে আউট হয়েছিল ও। কিন্তু তার পর থেকে ওই রাস্তায় না হেঁটে সময় নিচ্ছে কোহলি। ফলে রান আসছে ওর ব্যাটে।’’
লক্ষ্মণ আরও হলেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট যখনই ধারাবাহিক ভাবে রান করেছে দেখা যাবে তখন ও তাড়াহুড়ো না করে সময় নিয়েছে। প্রথমে থিতু হতে কয়েকটা বল নিয়ে, তার পরে রান তোলার গতি বাড়িয়েছে। ও কেবল চার, ছক্কার উপরে নির্ভর করে রান বাড়ায়নি। খুচরো রানের ক্ষেত্রেও মনোনিবেশ করে এক রানকে দু’রান বানিয়েছে। যেমন মঙ্গলবার করল। প্রথম ২৫ বলে ও করেছে ২৪ রান। পরের ২১ বলে বিরাট করেছে ৫৩ রান।’’ লক্ষ্মণের কথায়, ‘‘প্রত্যেককে জানতে হয় তাঁর আসল শক্তি কোথায় লুকিয়ে। যেমন পোলার্ড বা ক্রিস গেলের শক্তি পাওয়ার হিটিং। বিরাট কোহলির শিক্ষা হল, ক্রিকেটের চিরাচরিত শটে চার-ছক্কা মেরে রান বাড়ানো। এতে বোলারদের উপরে চাপ বেড়ে যায়।’’
ছবি: টুইটার