প্রশংসা ইংল্যান্ড বোলারদের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কতৃতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৬ বলে অপরাজিত ৭৭ রান করেও ভারতকে জেতাতে পারেননি। তাই হতাশ ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে ভারতের হারের পরে হতাশ কোহলি বলেন, ‘‘আমার ইনিংস দলের কাজে লাগলে বাল লাগে। কিন্তু কোনও ইনিংস খেলার পরে তা দলকে না জেতালে সেই ইনিংস মূল্যহীন।’’
সিরিজে এ দিন জয়ের ফলে ২-১ এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। হারের কারণ হিসেবে বিরাট বলেছেন, ‘‘পিচে বল পড়ে থমকে আসছিল। তাই নতুন বলে খেলতে অসুবিধা হয়েছে। এতে বোলারেরা সুবিধা পেয়েছে। ইংল্যান্ডের পেসারেরা ঠিক জায়গায় বলটা রাখছিল।’’ ভারত অধিনায়ক জুড়ে দেন, ‘‘চেয়েছিলাম শেষ পর্যন্ত ব্যাট করতে। পিচে থিতু হয়ে গেলে বলের গতি ও বাউন্স বুঝে রান বাড়ানো যাবে।’’
ইংল্যান্ডের বোলারদের প্রশংসা করে বিরাট ম্যাচ শেষে বলেন, ‘‘ইংল্যান্ডের বোলাররা দারুণ বল করেছে। প্রথম পাঁচ-ছয় ওভারে ইংল্যান্ডের বোলারেরা আমাদের রান বাড়ানোর জায়গা দেয়নি। ফিল্ডিংয়ের সময়ে আমাদের বডি ল্যাঙ্গোয়েজ ইতিবাচক ছিল না। স্কোরবোর্ডে ১৬০ রানের কম নিয়ে জিততে গেলে আরও তৎপরতা জরুরি।’’