• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

লারাদের হারিয়ে ফাইনালে শচীনরা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে স্বমহিমায় দুই কিংবদন্তি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মাঠের ভিতরে যুযুধান প্রতিপক্ষ। আর ২২ গজের বাইরে দুর্দান্ত বন্ধু। পেশাদার ক্রিকেটজীবনে এমনই সমীকরণ ছিল তাঁদের মধ্যে। অবসরের গ্রহে ঢুকে পড়ার পরেও সেই একই জায়গায় থেকে গিয়েছেন শচীন রমেশ তেন্ডুলকর এবং ব্রায়ান চার্লস লারা। একই জায়গায় থেকে গিয়েছে তাঁদের ব্যাটিং-ও। বুধবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনালেই যেমন। এসআরটি খেললেন ৪২ বলে ৬৫ রানের ইনিংস। আর ত্রিনিদাদের রাজপুত্রের ব্যাট থেকে বেরোল ২৮ বলে ৪৬ রান। তবে শেষ হাসি হাসলেন সাড়ে পাঁচ ফিটের মারাঠিই। প্রথমে ব্যাট করে তিন উইকেটে ২১৮ তুলেছিল ভারত। জবাবে ছ'উইকেটে ২০৬ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

শুধু শচীন, লারাই নন। রান পেলেন যুবিও। আগের ম্যাচে করেছিলেন ২২ বলে ৫২ রান। এদিন একটুর জন্য অর্ধশতরানে পৌঁছাতে পারলেন না। পাঞ্জাব দা পুত্তরের ব্যাট থেকে এল ২০ বলে অপরাজিত ৪৯ রানের মারকাটারি ইনিংস। রান পেয়েছেন বীরেন্দ্র শেহবাগ (১৭ বলে ৩৫) এবং ইউসুফ পাঠানও (২০ বলে ৩৭ অপরাজিত)। ক্যারিবিয়ানদের পক্ষে ব্যাট হাতে সফল ডোয়েন স্মিথ (৩৬ বলে ৬৩) এবং নরসিং দেওনারায়ণ (৪৪ বলে ৫৯)। রবিবার প্রতিযোগিতার ফাইনাল।

     

বিজ্ঞাপন

Goto Top