• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএলের জন্য নিভৃতবাসের প্রয়োজন নেই বিরাটদের, সিদ্ধান্ত বোর্ডের

ভারতীয় দলের সদস্যদের নিভৃতবাস পালনের কোনও প্রয়োজন নেই।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক


আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। তিন ম্যাচের এই একদিনের সিরিজ শেষ হবে ২৮ মার্চ। এরপর ৯ এপ্রিল থেকে শুরু আইপিএল। যার জেরে ২ এপ্রিল থেকে সমস্ত ক্রিকেটারদের ঢুকে পড়তে হবে জৈব সুরক্ষা বলয়ে।
তবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার আগে ক্রিকেটারদের পালন করতে হবে সাতদিনের কঠোর নিভৃতবাস। অর্থাৎ ২৩ মার্চ থেকে সব ক্রিকেটারদের নিজেদের দলে যোগ দিতে হবে। এক্ষেত্রে অবশ্য ছাড় পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে রবিবার এমনটাই ঘোষণা করা হয়েছে। বিসিসিআই পরিষ্কার জানিয়েছে, ভারতীয় দলের সদস্যদের নিভৃতবাস পালনের কোনও প্রয়োজন নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ শেষ করে লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, ভুবনেশ্বর কুমার, ঋষভ পন্থরা সরাসরি নিজের নিজের আইপিএল দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। দেশের হয়ে কর্তব্য পালনের পর ক্রিকেটাররা যাতে দিন চারেকের ছুটি পান, সে বিষয়ে নজর দিতেই এহেন সিদ্ধান্ত বোর্ডের।
এছাড়া আসন্ন আইপিএলে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের চাঙ্গা রাখতে গলফ খেলা ও সুইমিং পুলে সময় কাটানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বোর্ড। তবে গলফ খেলার ক্ষেত্রে স্থান কিংবা সেই স্থানে কতজন লোক থাকবেন, সেই বিষয়ে বোর্ড কর্তাদের আগাম জানানো এবং তাঁদের অনুমতির প্রয়োজন রয়েছে। একই সঙ্গে কোভিড টেস্টের ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নিচ্ছে বোর্ড।

     

বিজ্ঞাপন

Goto Top