• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

এক দিনের সিরিজের দল ঘোষণা করল ইংল্যান্ড

রুট-আর্চার নেই দলে।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক


নয়াদিল্লি। ২১ মার্চ
টেস্টের পর একদিনের সিরিজেও ভারতের বিরুদ্ধে হার মেনেছে ইংল্যান্ড। এবার শুরু হতে চলেছে তিন ম্যাচের একদিনের সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা ইংরেজ শিবিরে।
দলের বোলিং লাইনআপের অন্যতম বড় ভরসা জোফরা আর্চার ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন চোটের জন্য। সেইসঙ্গে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটকে পাবেন না ইয়ন মর্গ্যান। ফলে সম্মান রক্ষার লড়াইয়ে দলের দুই সেরা স্তম্ভকে ছাড়াই মাঠে নামবে ইংরেজ বাহিনী।
শনিবার ম্যাচ শেষেই ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছিলেন, আর্চারের খেলা নিয়ে সংশয় রয়েছে। আশঙ্কা সত্যি হল তাঁর। রবিবার ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করে ইংল্যান্ড। ডানহাতের কনুইয়ে চোট পাওয়ায় সেই দলে নেই আর্চার।
রবিবার দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‍‘ডান কনুইয়ে চোটের চিকিৎসার জন্য আর্চার দেশে ফিরে যাচ্ছে।’ প্রসঙ্গত, টেস্ট সিরিজ খেলার পরই চোট সারাতে ফিরে গিয়েছিল রুট। আগামী ২৩, ২৬ এবং ২৮ মার্চ তিনটি ওডিআই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।
ইংল্যান্ডের ওডিআই দল: ইয়ন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, লিয়াম লিভিংস্টোন, ম্যাট পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি, মার্ক উড।

     

বিজ্ঞাপন

Goto Top