• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শেষ ম্যাচেও তান্ডব যুবরাজ, ইউসুফের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ফাইনাল। ওয়াংখেড়ে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর ১০ বছর পরেও সেই একই ফলের পুনরাবৃত্তি। তবে ধোনিবাহিনী নয়। এবার কাপ উঠল শচীন তেন্ডুলকর অ্যান্ড কোং-এর হাতে। রোদ সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৮১ রান তুলেছিল ভারত। জবাবে যথেষ্ট লড়াই করেও সাত উইকেটে ১৬৭ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা।

তবে এদিনের ওয়াংখেড়েতে আরও একবার ফিরে এল উপমহাদেশের ক্রিকেটের ‘ভিন্টেজ’ ছবি। সেই শচীন-বীরু জুটি। সেই আগ্রাসী সনথ জয়সূর্য। সেই মারকাটারি যুবরাজ। শেহবাগ (১২ বলে ১০) অবশ্য ভালো রান পাননি। ব্যর্থ সুব্রমনিয়ম বদ্রীনাথ (৫)। শচীন (২৩ বলে ৩০) ভালো শুরু করলেও মন্থর পিচে প্রত্যাশিত ছন্দে ছিলেন না। তবে স্কোরবোর্ডে তার প্রভাব পড়তে দেননি যুবরাজ সিং (৪১ বলে ৬০) এবং ইউসুফ পাঠান (৩৬ বলে ৬২ অপরাজিত)। চতুর্থ উইকেটে দু’জনে যোগ করেন ৪৯ বলে ৮৫ রান। তার জেরেই ১৮০-এর গণ্ডি পেরিয়ে যায় ভারত।

বল হাতেও দুর্দান্ত ছন্দে ছিলেন ইউসুফ। চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন দু’টি মূল্যবান উইকেট। তাঁর ভাই ইরফানও ২৯ রান দিয়ে দু’উইকেট নিয়েছেন। ওপেনিং জুটিতে ৪৪ বলে ৬২ রান তুলে সিংহলীদের শক্ত ভিতে দাঁর করিয়ে দিয়েছিলেন জয়সূর্য (৩৫ বলে ৪৩) এবং অধিনায়ক তিলকরত্নে দিলশান (১৮ বলে ২১)। কিন্তু চামারা সিলভা (২) এবং উপুল থরঙ্গা (১৩) ব্যর্থ হওয়ায় চাপ বেড়েছিল মিডল অর্ডারের উপর। চিন্তক জয়সিংঘে (৩০ বলে ৪০) এবং কৌশল্যা বীররত্নে (১৫ বলে ৩৮) যথাসাধ্য চেষ্টা করলেও সফল হননি।

তবে মাঝবয়সে পৌঁছে যাওয়া শচীন, লারা, জয়সূর্যরা প্রতিযোগিতায় যে খেল দেখালেন তা রীতিমতো চ্যালেঞ্জে ফেলবে ‘জেনারেশন ওয়াই-কে।

     

বিজ্ঞাপন

Goto Top